Thursday, December 22, 2011

Sadia Jahan Prova get married again with Shanto: Congratulations New Coupleবিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা। গত ১৯ শে ডিসেম্বর আদাবরে বাবার বাসায় প্রভা ও মাহমুদ শান্তর বিবাহ সুসম্পন্ন হয়। মাহমুদ শান্ত একটি কর্পোরেট হাউজে কর্মরত আছেন। জানা যায়, বিয়েতে শুধুমাত্র প্রভা ও শান্তর ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গোপন ভিডিওচিত্র ফাস হওয়ার জের ধরে ইতিপূর্বে প্রভার সাথে অপূর্বর ছড়াছাড়ি হয়ে যায়। যৌন কেলেঙ্কারীর পর প্রভা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন।
ব্লগের পক্ষ থেকে প্রভা ও শান্তকে অভিন্ন্দন ও শুভেচ্ছ। সেই সাথে আমরা প্রার্থনা করি, যেন তাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয়।

No comments: