Saturday, September 5, 2009

Alif Alauddin : সময়ের তারকা

Alif Alauddin ডাক নাম আলিফ, তরুণ প্রজন্মের সবাই মোটামুটি এক নামেই চেনে। যদিও একদম ছোট্টবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে আনাগোনা, কিন্তু সাধারণে চিনেছে একুশে এর জনপ্রিয় সংগীত অনুষ্ঠান তাকদুম তাকদুম এ উপস্থাপনার সুবাদে। সজলের সাথে যৌথ উপস্থাপনায় আলিফ পেয়েছিলেন অসম্ভব জনপ্রিয়তা। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সংগীতানুষ্টানের উপস্থাপনা করলেও, আলিফ কিন্তু নিজেও একজন গায়ক। এই সুগায়িকা ব্যান্ডদল পেন্টাগনের সদস্য। ব্যক্তিগত জীবনে আলিফ বিবিএ শেষ করে একটি বিদেশী এনজিওতে প্রোজেক্ট এ্যানিলিস্ট হিসেবে কর্মরত আছেন। বর্তমানে একুশে টিভিতেই সংগীত বিষয়ক লাইভ অনুষ্ঠান 'ফনো ল্ইভ কনসার্ট' এ উপস্থাপনা করছেন, এছাড়াও বেশকিছু মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

No comments: