Monday, June 8, 2009
Chadni : চাঁদনীর ইচ্চা পূরণ
প্রতিটি মেয়েরই ইচ্ছা থাকে মনের মতো স্বামী পাবার। Chadni র কি ইচ্ছা ছিল? বছরখানেক আগে একটি ইন্টারভিউতে চাঁদনী কি বলেছিল শোনা যাক।
চাঁদনী বলেছিল, বর হিসেবে তিনি একটি ভাল ছেলে চান, যে নাকি হবে ভাল মানুষ। তাকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী হতে হবে কারণ বিদেশে যাওয়া তার একদম পছন্দ নয়। অবশ্যই হতে হবে ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এবং সেই সাথে হতে হবে মিশুক এবং সন্দেহপ্রবণমুক্ত। আর হ্যাঁ, বরটি খুব বেশি ফর্সা হলে হবে না, কারণ চাঁদনীর ফর্সা ছেলে পছন্দ নয়। আর বরের থাকতে হবে একটি রিকসা, কারণ চাঁদনী রিকসায় চরতে খুব খুব পছন্দ করেন।
তো সত্যিকার অর্থেই চাঁদনীর ইচ্ছা পূরণ হয়েছে বলা যায়। কিছুদিন পূর্বেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রথিয়যশা সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে। চাঁদনীর সমস্ত চাহিদাই বাপ্পা পূরণ করেছেন, শুধুমাত্র একটি ছাড়া; আর সেটি হলো বাপ্পার কোন রিকসা নেই। অবশ্য এর বিনিময়ে বাপ্পা একটি চমৎকার গাড়ি উপহার দিয়েছেন।
বাপ্প আর চাঁদনী দুজনেরই সমান ব্যস্ত। শুধুমাত্র রাত ছাড়া তাদের এক হওয়া দুষ্কর। তারপরও এই তারকা দম্পতি সুখেই দিন কাটাচ্ছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment