Saturday, July 13, 2013

MRP Passport, কিভাবে করবেন?


বাংলাদেশে পাশপোর্ট করাটা সবসময়ই একটি ঝামেলাপূর্ণ কাজ হিসেবেই বিবেচিত হয়েছে। পাসপোর্ট অফিসের দালালরা তো প্রায় প্রবাদপ্রতিম রূপকথার মতোই লোকের মুখে মুখে। তবে বিগত Military Intervention এর পর অবস্থাপর অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং সত্যসত্যই দালালরা রূপকথার রাজ্যে চলে গেছে। যা হোক, যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা পুরনো Handwritten passport কে MRP (Machine Readable Passport) তে convert করতে চান, তার ধাপগুলোই নিজের অভিজ্ঞতার আলোকে তুলে ধরছি।

1. Deposit Fee

Your first job should be to deposit fee to any nominated branch of Sonali Bank Ltd. Please avoid 'Agargaon Branch' adjacent to passport office due to long queue.  Alternatively you may choose: Malibagh, Mogbazar, Awlad Hossain Market, Mohammadpur, B.B. Avenue, Dilkisha, Mirpur-12 or College gate branch.
Deposit Tk.6000/- for Express (within 7 days) or Tk. 3000/- for Regular (15 days).

2. Fill up the form in Online
Visit http://www.passport.gov.bd/ and  fill up the form. After fill-up submit and you will get email stating ID and password. Also you shall be given a link to download the PDF version which is to print twice for new MRP and single for MRP conversion.

3. Paste photograph and sign
After getting the hard copy of your form, please paste your photograph upper left of the first page and deposit slip at the upper right stating that the bar code is visible. Put your signature at the third page.

4. Attestation
Attest your form as stated in the form. You may choose First class government officers or if not find anyone then go to notary public. It may costs up to Tk. 100 depending on negotiation. Along with the form, also attest your National ID.

5. Attach necessary documents
You need following documents for final submission to passport office.
1) Duly filled in and attested online application form in two copy or single for old-passport holders.
2) Attested copy of National ID,
3) First nine pages photocopy of old-passport. (if any)
4) Photocopy of any photo ID, i.e. employee ID in case of job holders,
5) Certificate form City Corporation.
6) NOC from competent authority (if applicable).

6. Submission
You need to submit your application to the mentioned passport office while applying online. In this case, I shall share my Agargaon experience.
You should attend before 7:30 AM otherwise have to stand after a long queue.
You should report at room no. 304 first for primary scrutiny and the Officer will ask you where to report next, if all of your documents are in due diligence. At the final stage, they will collect your biometric information and provide an acknowledgment slip with tentative delivery date.

THAT'S ALL FOR YOUR NEW MRP PASSPORT!!


Tuesday, June 5, 2012

Halley's Comet : কালের সাক্ষী

আমাদের পরিচিত ধুমকেতুর মধ্যে হ্যালির ধুমকেতু হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। সাধারণ লোকে আর কোন ধুমকেতুর কথা স্বরণ করতে না পাড়লেও এই ধুমকেতুটির নাম খুব সম্ভবত বলতে পারবে। এর একটি কারণ হচেছ হ্যালির ধুমকেতু প্রতি ৭৫/৭৬ বছর পরপর পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়। এটিই সম্ভবত একমাত্র ধুমকেতু যেটি এত স্বল্প সময়ের ব্যবধানে খালি চোখে পৃথিবী থেকে দেখা যায়। সর্বশেষ এটি দেখা গেছে ১৯৮৬ সালে। যাদের বয়স মোটামুটি ৩০+, তারা হয়তো স্বরণ করতে পরেন তখন ঘটনাটি বেশ আলোরণ তুলেছিল। এটি আবার দেখা যাবে ২০৬১ সালে। তাই হয়তো অনেকেই এটিকে আবার দেখার সুযোগ পাবেন।
 (Courtesy: Jerry Lodriguss and John Martinez, taken on 22nd March, 1986 at Mississippi, USA)

হ্যালির ধুমকেতুর ইতিহাস অনেক পুরোনো। মানব সভ্যতার অনেক বাঁক ঘাত-প্রতিঘাতের সাথে এটি জড়িয়ে আছে। জোর্তিবিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৭০৫ সালে প্রথম ধুমকেতুটির গতিবিধি নির্নয় করেন। তার নামানুসারেই ধুমকেতুটির নামকরণ করা হয়। তাঁর বেধে দেয়া গতিবিধি এবং মানব ইতিহাস বিশ্লেষন করে জানা যায়, খ্রীষ্টপূর্ব ২৩০ অব্দ থেকে এর ধারাবাহিক অবির্ভাবের রেকর্ড আছে। প্রাচীন চৈনিক গ্রন্থ Chih Chi (খ্রীষ্টপূর্ব ৯০ অব্দ) তে একে "ঝাড়ু তারকা" (Broom Star) হিসেবে চিহ্নিত করা হয়েছে যা কিনা পূর্বদিকে অর্বিভূত হয়ে আস্তে আস্তে উত্তর দিকে গমন করে। প্রাচীন চৈনিক ছাড়াও ব্যবিলন, মিশর, ইনকা প্রভৃতি সভ্যতায়ও এর বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। কখনো একে অশুভ (বিজিত পক্ষের জন্য) আর কখনো শুভ (বিজয়ী পক্ষের জন্য) হিসেবে চিত্রিত করা হয়েছে। যেমন ১০৬৬ সালে হেস্টিংসের যুদ্ধে ইংল্যান্ডের রাজা হ্যারল্ড দ্বিতীয় পরাজিত হন উইলিয়াম দ্য কংকারের কাছে। ফলে উইলিয়াম দ্য কংকারের কাছে ধুমকেতুটি প্রতিয়মান হয় বিজয় চিহ্ণ হিসেবে।

 (Taken from Giotto Space Probe on 1986. The nucleus as well as gas and dust erupting from its surface)
সর্বশেষ ১৯৮৬ অবির্ভাবের সময় পৃথিবি থেকে বেশ কটি মহাশূন্যযান পাঠানো হয় হ্যালির ধুমকেতু ছবি এবং গঠনগত বিশ্লেষনের জন্য। এর মধ্যে তদানিন্তন সোভিয়েত রাশিয়ার ভেগা ১, ২, ইউরোপিয়ান মহাশূন্য সংস্থার গিটো (Giotto Space Probe), জাপানি সুসি (Suisei), সাকিগাকি (Sakigake) অন্যতম। এই স্পেস প্রোব গুলো হ্যালি নিউক্লিয়াসের অনেক গুরুত্বপূর্ণ ছবি এবং রাসায়নিক বিশ্লেষণ পাঠাতে সক্ষম হয়েছে, যা আমাদের ধুমকেতু তথা মহাবিশ্ব সম্পর্কে জানার সুযোগকে অবারিত করেছে।
হ্যালির ধুমকেতু কালের সাক্ষী হিসেবে ৭৫ (মোটামুটি) বছর পর পর পৃথিবীর আকাশ অর্বিভূত হয়। বিগত শতাব্দীর গোড়ায় ১৯১০ সালে এটি যখন দেখা যায়, তখন ছিল উপনিবেশিক যুগ আর প্রথম বিশ্বযুদ্ধের প্রাককাল। গোটা পৃথিবী জুড়েই ছিল ব্রিটেনের একছ্ত্র রাজত্ব আর অন্যদিকে কম্যুনিস্ট রাশিয়ার উত্থানের পদধ্বনি। ১৯৮৬ সালে এটি আসে সোভিয়েত রাশিয়ার ভাঙ্গন আর আমেরিকার একক সুপার পাওয়ার হওয়ার বার্তা নিয়ে। ২০৬১ তে এটি কি বার্তা নিয়ে আসবে তা একমাত্র মহাকালই বলতে পারে। কিন্তু তখনও যে কোন একটি কালের সাক্ষী হয়ে থাকবে তা নিদ্বিধায় বলা যায়।

Friday, June 1, 2012

Punoom Pandy's Nude publication after KKR's victory

Punoom Pandy has made her commitment by publishing nude photo after KKR's victory in IPL final. Earlier she announced, if KKR win in IPL, she will post a nude photo in twetter.