প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় সংগীত শিল্পী জুলি। গতকাল দুপুর ১:২৫ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে দারুণ ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন জুলি। স্বামী ইরশাদ জানান, মা মেয়ে দুজনেই সুস্থ আছেন। জুলির ভাই তারকা শিল্পী বালাম দারুণ উৎফুল্ল ভাগীনি পেয়ে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
No comments:
Post a Comment