Saturday, May 23, 2009

Anita Ishraque - Upcoming Star in Bengali Music






ইদানিং ভাল বাংলা গানের খরা চলছে বলা যায়। বাংলা সিনেমা যেমন ৪/৫ জন নায়ক নায়িকা নির্ভর, তেমনি আমাদের সংগীত জগতও শুধুমাত্র কয়েকজন শিল্পীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রচুর জানা-অজানা এ্যালবাম বের হচ্ছে, কিন্তু সত্যিকার ভালকিছু বের হচেছ না। তবে আশার কথা হচ্ছে এত কিছুর ভীরেও দু-এক জন শিল্পী কিন্তু ঠিকই দর্শকের মন জয় করছেন। তাদেরই একজন হচ্ছেন অনিতা ইসরাক Anita Ishraque এর জন্ম ঢাকাতেই ১৯৭৯ সালের ১৪ই আগস্ট। ছোট বয়স থেকেই অনিতার সংগীতের দিকে ঝোক। তবে সংগীতের পাশাপাশি তিনি একজন সুরকার ও সংগীত রচয়িতা। ব্যক্তিগত জীবনে মেডিক্যাল গ্র্যাজুয়েট (বর্তমানে পোস্ট-গ্র্যাজুয়েশন করছেন) তার অবসর সময় কাটান গান শুনে, বই পড়ে, মুভি দেখে অথবা ঘুরে বেড়াতে, ছবি তুলতে আর রান্না করতে।
অনিতার প্রথম এ্যালবাম প্রকাশিত হয়েছে, "চন্দ্রালোক", যাতে মোট ১১টি চমৎকার গান রয়েছে। গান গুলো হচ্ছে:
01. NEON NIBHE GECHE
Lyrics : Shobuj
Tune & Music : Anita
02. CHOLE GECHO
Lyrics & Tune : Anita & Shobuj
Music : Foad Nasser
03. RAATRY JAGA
Lyrics & Tune : Shobuj
Music : Anita
04. CHANDRALOKE
Lyrics & Tune : Shobuj & Anita
Music : Anita
05. AKASH (UNPLUGGED)
Lyrics & Tune : Anita
Music : Foad Nasser
06. PROTIDDHONI
Lyrics, Tune & Music : Anita
07. EKHON SHOMOY
Lyrics, Tune & Music : Anita
08. BAHUDIN POR
Lyrics : Khaleda Adib Chowdhury
Tune : Zia Ul Hassan
Music : Foad Nasser
09. PHERARI OTEET
Lyrics : Ahmed Yusuf Saber
Tune : Zia Ul Hassan
Music : Foad Nasser
10. AKASH
Lyrics, Tune & Music : Anita
11. SHOSTEE ... (INSTRUMENTAL)
Raaga : Bhairavi
Kheyal : Kaisi Yea Bhalai Re
Composition & Arrangement : Anita

স্মার্ট তরুণী, অনিতা ব্যক্তিগত ওয়েবসাইটও মেইনটেইন করেন। ঠিকানা হচ্ছে, www.anita-bd.com. এই এ্যাড্রেসে শিল্পীর ভিডিও দেখতে পারবেন। নির্দিধায় বলা যায়, অনিতার ভবিষ্যত সামনে খুবই উজ্জ্বল।
আমাদের সংগীত জগত এই তরুণ শিল্পীর কাছে অনেক কিছু আশা করে।

No comments: