Saturday, December 31, 2011

Indrani Halder Exclusive Photos: from 'Madriada Grand' Party

Indrani Halder is playing a vital character in Star Plus daily episode 'Mariada'. The following pictures were taken from a grand party with the co-artists of Maridata.








































































Earn from your relevant experience through oDesk

Graphics design, website development, programming জানা থাকলে internet এ outsourcing এর কাজ পাওয়া যায়। বিষয়টি বেশ পুরনো। কিন্তু যদি আপনার এই জ্ঞানগুলো না থাকে? ধরুন আপনি বানিজ্য বা মানবিক বিষয়ে পড়াশুনা করেছেন। তাহলে কি outsourcing এর দুয়ার আপনার জন্য বন্ধ? উত্তর হচ্ছে 'মোটেও না'। আপনি চাইলে অনায়াসেই আপনার subject এর উপরই freelancing job করতে পারেন। আর এই সুযোগটি নিয়ে এসেছে oDesk. ওডেস্কে Accounting/Bookkeeping, Project Management, Statistics, Virtual Assistant প্রভৃতি বিষয়ে প্রচুর job offer রয়েছে। সুতরাং যে যে বিষয়ে দক্ষ, সে সেই বিষয়ে কাজ করতে পারে।
কিভাবে শুরু করবেন?
oDesk এ job apply করতে হলে, সর্বপ্রথম তাদের মেম্বার হতে হবে। এই membership free. (তবে আপনি যা আয় করবেন তার ১০% oDesk সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখবে। ) Member হবার জন্য নিম্মলিখিত লিঙ্কে ক্লিক করুন:


Hire me on oDesk


২) oDesk এর মূল পাতা ওপেন হবে। এরপর Create an Account button এ click করে পরবর্তী পাতায় প্রবেশ করুন।
৩) যেহেতু আপনি কাজ খুজছেন, তাই 2nd option Freelance Contractor এ click করে পরের পাতায় যান এবং যথা নিয়মে registration করুন (সাধারন অন্যান্য ইন্টারনেটের ফরম পূরনের মতোই)।
রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকলে 'Find Job' এ দেখতে পাবে বিভিন্ন category তে job গুলো segregate করা আছে। আপনার পছন্দসই বিষয়ে এবার Job এর জন্য apply করতে পারেন।
(চলবে)
(Job application successful করার tips গুলো পরবর্তী কিস্তিতে)


Thursday, December 22, 2011

Sadia Jahan Prova get married again with Shanto: Congratulations New Couple



বিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা। গত ১৯ শে ডিসেম্বর আদাবরে বাবার বাসায় প্রভা ও মাহমুদ শান্তর বিবাহ সুসম্পন্ন হয়। মাহমুদ শান্ত একটি কর্পোরেট হাউজে কর্মরত আছেন। জানা যায়, বিয়েতে শুধুমাত্র প্রভা ও শান্তর ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গোপন ভিডিওচিত্র ফাস হওয়ার জের ধরে ইতিপূর্বে প্রভার সাথে অপূর্বর ছড়াছাড়ি হয়ে যায়। যৌন কেলেঙ্কারীর পর প্রভা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন।












ব্লগের পক্ষ থেকে প্রভা ও শান্তকে অভিন্ন্দন ও শুভেচ্ছ। সেই সাথে আমরা প্রার্থনা করি, যেন তাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয়।

Sunday, December 4, 2011

New Album of Farhana Nisho

SkyDeepBlue blog site ইতিমধ্যে web-এ Farhana Nisho এর সর্ববৃহৎ ফটো কালেকশন এ্যালবামে তে পরিনত হয়েছে। সেই ধারবাহিকতায় আরও কিছু নতুন ফটো সংযুক্ত করা হলো।



















































































































































































PDFEscape: Solution To Edit PDF Documents Online

ধরুন, হঠাৎ করে খুব জরুরী একটি ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়লো যেটা নাকি PDF format এ করা। আপনারা জানেন PDF format এ করা form গুলো সাধারণ Acrobat Reader দিয়ে fill up করা যায় কিন্তু Save করা যায় না।ফলাফল শুণ্য। এক্ষেত্রে কি করবেন? নিরুপায় হয়ে Adobe Acrobat সিডি খুজবেন অথবা trial version download এর চেষ্ঠা করবেন? সেখানেও সমস্যা। Download size প্রায় 450 MB এর উপর। দয়া করে হাল ছেড়ে দিবেন না। আপনাকে সাহায্য করার জন্য বেশ কিছু website আছে যারা online এ আপনাকে PDF documents edit করার সুযোগ দিবে। এমন একটি website হচ্ছে: PDFEscape. এর web address হচ্ছে:


PDFEscape এ আপনি চাইলে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবেন বা বিদ্যমান ডকুমেন্ট এডিট করতে পারবেন। এর এডিটরটি বেশ শক্তিশালী, যা দিয়ে আপনি আপনার চাহিদার প্রায় সবকিছুই করতে পারবেন। এটি একটি ফ্রি ওয়েব সাইট এবং আপনি চাইলে Registration না করেও ব্যবহার করতে পারেন। তবে Registration করলে ফাইল সেভ করার সুযোগ পাবেন। তবে শর্ত থাকে যে, সেভ করা ডকুমেন্ট ১৪ দিন পর্যন্ত কোনরকম ব্যবহার না করলে automatic মুছে যাবে। সুতরাং এডিট বা Filling শেষ হলে ডকুমেন্টটি কম্পিউটারে সেভ করে রাখুন।

PDFEscape এর মতো আরো অনেক website আছে যারা PDF document edit করার সুযোগ দেয়। নির্দিষ্ট ভাবে এটা নিয়ে আলোচনা করা উদ্দেশ্য হলো, আমি নিজে এটি ব্যবহার করেছি, তাই এর কার্যকারিতা সম্পর্কে জানি। এবং অনুভব করেছি, সবার এটা জানা প্রয়োজন।





Saturday, December 3, 2011

Be a freelancer via oDesk

বর্তমানে ইন্টারনেটে কাজের মাধ্যমে আয় ধারণাটি বেশ জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে কাজটি করবেন। অনেকেই সার্ভে, Paid to Click, Google Adsense, Review, Referral, Marketing ইত্যাদির পেছনে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে কিছুদিনের মধ্যেই ক্ষ্যান্ত দেন, হতাশ হয়ে পড়েন। আর মনে মনে ভাবেন, দুর...সব বোগাস!
কিন্তু যদি এমন কোন ব্যবস্থা থাকে, যার মাধ্যমে আপনি আপনার অর্জিত দক্ষতা ব্যবহারের মাধ্যমে উপার্জন করতে পারবেন, তবে কেমন হয়? ধরুন, আপনি একজন Graphics designer অথবা database administrator বা website designer. অথবা ধরুন আপনি একজন স্রেফ Accountant, অথবা Administrative job করেন। মজার ব্যাপার হচ্ছে, ইচ্ছা করলে Accountant অথবা Administrative job এর experience নিয়েও আপনি উপার্জন করতে পারেন। এই সুযোগ টি করে দিয়েছে oDesk.


oDesk হচ্ছে একটি outsourcing/freelancing site যেখানে পৃথিবীর সর্বপ্রান্তের employer রা কাজের বিজ্ঞাপন দেন। এখানে কাজের ১০টির অধিক ক্যাটাগরি এবং ততোধিক sub-category আছে। যেখানে প্রচলিত Web page design, database administration, graphics design বিষয়গুলি ছাড়াও আছে Accountant/Bookkeeper অথবা Statistician, Financial analyst, Virtual Assistant হবার সুযোগ। তার মানে প্রত্যেকেই এখানে তার কাজের দক্ষতা প্রমানর সুযোগ গ্রহন করতে পারে।
এই লেখাটি পড়ে আপনি যদি আগ্রহী হন, তবে এই লিঙ্কে click করুন oDesk এ প্রবেশের জন্য:
The On Demand Global Workforce - oDesk

একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে Registration করুন। oDesk এ বিভিন্ন ক্যাটাগরিতে কাজের সুযোগ ছাড়াও পেমেন্ট বাংলাদেশে আনাও বেশ সহজ।

আপাতত আজ এই পর্যন্তই রইল। আগামীতে আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। ওইদিন পর্যন্ত ধর্য্য ধরুন আথবা মেইল করুন: rubel7808@gmail.com এ।




ভাল থাকুন।