Monday, May 4, 2009

Kazi Jesin : The Smart Presenter

Kazi Jesin এর সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এমন স্মার্ট ও শার্প presenter আমাদের মিডিয়াতে খুব একটা নেই। কাজী জেসিন প্রথমে নজরে আসেন চ্যানেল ওয়ানে টক-শো প্রেজেন্টেশনের মাধ্যমে।

বর্তমানে জেসিন ইটিভি তে নিয়মিত কাজ করছে।

অত্যন্ত জনপ্রিয় এই শিল্পির জন্মতারিখ হচ্ছে ২৮শে নভেম্বর। চাইলে আপনিও শুভেচ্ছা জানাতে পারেন ইটিভির ঠিকানায় চিঠি লিখে।

1 comment:

nafaz said...

beautiul!