শ্রাবস্তী দ্ত্ত তিন্নি (Srabosti Datta Tinni) এসময়ের অন্যতম জনপ্রিয় মডেল কাম অভিনেত্রী তার শোবিজ ক্যারিয়ার শুরু করেন লাক্স সুপারস্টার প্রোগ্রামের মধ্য দিয়ে। অতঃপর ২০০৪ সালে Miss Bangladesh নির্বাচিত হন। তবে তিন্নির ক্যারিয়ারে ব্রেকথ্রু আসে মুস্তফা সরোয়ার ফারুকির '৬৯' নাটকে অভিনয় করার মাধ্যমে। এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি। একে একে ৩২টি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন ২০০৬ এ। তিন্নির উল্লেখযোগ্য নাটক গুলো হচ্ছে, Outdoor, কাল সকালে, চঞ্চল চৌধুরীর 'কি হয় কি হয়' (with Nisho, Apurbo, Hillol, Susmita), আফসানা মিমির ডলস্ হাউস, ইত্যাদি। এছাড়াও তিন্নি প্রায় সব খ্যাতিমান অভিনেতার সাথেই অভিনয় করেছেন; এদের মধ্যে, Abul Hayat, Suborna Mostafa, Afsana Mimi, ফারহানা নিশো, তৌকির প্রায় সবাই আছেন।
Tinni, ২০০৬ সালে মডেল কাম অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন। এর আগে হিল্লোলের সাথে বেশকিছু নাটক ও প্রোগ্রামে অংশ নেন। সেই থেকেই পরিচয় এবং অতপর প্রেম- বিবাহ। এই সুপারস্টার মডেলের জম্মদিন হচ্ছে ১৭ই মে ১৯৮৩।
No comments:
Post a Comment