Friday, May 29, 2009

Anila Naz Chowdhury











এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা অনিলা নাজ চৌধুরী। ইতিমধ্যেই বেশকিছু মিক্সড এ্যালবাম বের হয়েছে, এবং তরুণ প্রজম্মের মধ্যে ভাল জনপ্রিয়তা অর্জন করেছে। আসুন আজ অনিলা নাজ চৌধুরীর সংক্ষিপ্ত বায়োগ্রাফি জানা যাক।

Anila Naz Chowdhry, ২৩ শে নভেম্বর ঢাকায় জন্মগ্রহন করেন। ভিকারুন্নেসা স্কুল ও কলেজ থেকে যথাক্রমে SSC এবং HSC পাশ করার পর উচ্চ শিক্ষার্থে যুক্তরাট্রে গমণ করেন এবং সেখান থেকে কম্পিউটার সাইন্সের উপর MA ডিগ্রি লাভ করেন। আমেরিকায় থাকা অবস্থায়, অনিলা মাইক্রসফট করপোরেশনে সফটও্যার টেস্টিং ইঞ্ঝিনিয়ার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৮ বছর যুক্তরাস্ট্রে বসবাসের পর অনিলা দেশে ফিরে North South Unversity তে Lecturer হিসেবে কর্মরত আছেন।

No comments: