Friday, May 21, 2010

'LAILA' hits over Bangladesh weather


ঘূর্ণিঝড় লায়লার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। এর ফলে সারাদেশেই ঝড় থেকে মৃদু বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদগণের মতে এই অবস্থা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকগণকে প্রয়োজনীয় প্রস্তুতি (যেমন ছাতা, Raincoat) নিয়ে বাইরে যাবার পরামর্শ দেয়া হয়েছে।

Wednesday, May 12, 2010

SSC Result in your Email

To meet the demand of digital Bangladesh, Education Board has taken a decision to publish SSC result with Email. Through this system, students will be able to know result with her personal email. Untile now mobile phone and website have been used to serve the purpose.

To register, students have to log in to www.educationboard.gov.bd .

Tuesday, May 11, 2010

Shabnoor will play again with Shakib Khan

অবশেষে শবনূর আবার সাকিব খানের সাথে অভিনয় করবেন। গত বছর দুজনের এক ব্যক্তিগত ঝামেলার জের ধরে শবনূর ঘোষণা করেছিলেন, তিনি আর সাকিব খানের সাথে ছবি করবেন না। আর যদি করতেই হয় তবে সাকিবের সমান পারিশ্রমিক দিতে হবে।
অবশ্য বর্তমানে যে ছবির জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন, তাতে শবনূর সাকিবের চেয়ে অনেক কম নিচ্ছেন। উল্লেখ্য, শবনূর অভিযোগ করেছিলেন, সাকিব খান তার সাথে অসামাজিক আচরণ করেছেন। তবে কি অসামাজিক আচরণ তা আর ব্যাখ্যা করেননি।
চলচিত্র প্রযোজন ও পরিচালক সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Monday, May 10, 2010

Torrie Anne Wilson's brief

Torrie Anne Wilson (famaously known as Torrie) is a formar professional wrestler of WWE and WCW that wined may prizes and championship. Along with wrestler she is a fitness trainer and playboy model.

Torrie was born on July 24, 1975 at Boise, Idaho, USA. During the school age, she was interested in modeling but had no plan to be a professional wrestler. According to Torrie, it's merely a accident to join in professional wrestling. Torrie was a serious fan of Hulk Hogan. Hogan's activity actracted her to professional wrestling.

Saturday, May 8, 2010

Roshonara Ali Elected as British MP


As first Bengali Roshanara Ali elected MP in British Parliament on behalf of Labour party. This Bangladeshi native British MP born in Bishwanath Thana, Sylhet and like many other Sylheties, her family migrated to Britain. Ali's graduation was completed in Oxford University. Rushonara was the format Governor of Tower Hamlets Collage and the Commissioner of London Child Poverty Commission. She defeted her close candidate nearly about 21,000 votes.

Friday, May 7, 2010

WWF wrestler Chyna (John Marie Laurer)



Chyna (John Marie Laurer), a prominent American wrestler and actress, born on December 27, 1970 in Rochester, New York. Chyna is best known for her wrestling life form 1997 to 2001. At the time she gained much popularity and celebrity status.






Chyna or Marie Laurer's life was not a bed of rose. She had to struggle a lot during her childhood and teenage period. She had three step-mothers and one step-father. At the age of sixteen, she left home. She completed her high school studies in Spain and graduation from University of Tampa in Spanish studies. While in college Chyna was raped by two drunk man in a party.





Chyna joined WWF (World Wrestling Fedaration) in 1996. She woned World Wemen Wrestling Championship for several times and participated as first female in Royal Rumble.





After retirment form WWF, Chyna was involed with differnet media. She posed nude for Playboy in the year 2000 and participated in a adult documentary for playboy in the year 2002.









Facts:





Ring Name: Chyna





Born: 27th Dec, 1970; Rochester, New York





Resides: Los Angeles, California





Weight: 82 kg





Hight: 5 ft 10 inch





Championship: WWF Intercontinental Championship - 03 times; WWF Women's Championship - 01 time





Media works: TV series of Pacific blue (1996), the Surrel life, Remember when, First Celebrity Fear Factor, Pilot etc.





Movie: Byond the mat, Chyna fitness, 1 night in China, Cougar Club etc.













Monday, May 3, 2010

About the GRE® General Test

What Is GRE?

The GRE® General Test is your gateway to graduate programs and an essential early step along your career path.

Graduate programs and business schools use GRE® scores to evaluate your readiness for graduate-level work. The GRE General Test measures verbal reasoning, quantitative reasoning, critical thinking and analytical writing skills that are not related to any specific field of study.


  • Analytical Writing — Measures critical thinking and analytical writing skills, specifically the test taker's ability to articulate complex ideas clearly and effectively
  • Verbal Reasoning — Measures reading comprehension skills and verbal and analogical reasoning skills, focusing on the test taker's ability to analyze and evaluate written material
  • Quantitative Reasoning — Measures problem-solving ability, focusing on basic concepts of arithmetic, algebra, geometry and data analysis

Who Takes It and Why?

Each year, more than 600,000 prospective graduate school applicants from approximately 230 countries take the GRE General Test. Applicants come from varying educational backgrounds and countries, and the GRE General Test provides the only common measure for comparing their qualifications.

GRE scores are used by admissions or fellowship panels to supplement undergraduate records, recommendation letters and other qualifications for graduate study.


Who Accepts It?

The GRE General Test is accepted at more than 3,200 graduate and business schools as well as departments and divisions within these schools.

Sunday, May 2, 2010

Big changes to the GRE : Find Your Opportunity

'Beginning in early fall 2011, the Graduate Records Examination (GRE) will undergo the biggest change in its 60-year history. The Educational Testing Service, the organization responsible for the GRE, has announced changes to the exam’s scoring scale, content, length and navigation. The changes are meant to increase test security and help graduate schools better evaluate candidates.'

source : QS TopGradSchool


যুক্তরাস্ট্রে গ্র্যাজুয়েট/পোস্টগ্র্যাজুয়েট পড়াশুনার জন্য GRE এর কোন বিকল্প নেই। প্রতিটি স্টুডেন্টেরই লক্ষ্য থাকে যুক্তরাস্ট্রে পড়াশুনার; সেখানকার কোন র্ভাসিটি থেকে ডিগ্রি নেয়ার। এক্ষেত্রে GRE আপনাকে অনেক সহায়তা করবে। GRE পরীক্ষা দিতে চাইলে কমপক্ষে ০৬ মাস আগে থেকে প্রিপারেশন নেয়া আবশ্যক। এক্ষেত্রে কোচিং আবশ্যক নয়, বরং আপনি ঘরে বসেও প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি GRE পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হন, তবে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন এবং মনে মনে লক্ষ্য রাখুন আগামী অক্টোবর / নভেম্বর এ পরীক্ষায় বসার জন্য।
এখন থেকে এই ব্লগে নিয়মিত ভাবে GRE টিউটোরিয়াল এবং যুক্তরাস্ট্রে পড়াশুনার ব্যাপারে হালহকিয়ত প্রকাশিত হবে। সবসময় চোখ রাখুন।

Saturday, May 1, 2010

খোজ - The Search : প্রতিক্রিয়া

সদ্য মুক্তি পেয়েছে বাংলা ছবি খোজ - the Search. ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অনন্ত (মেজর মাহমুদ), বর্ষা, সোহেল রানা (BSS Chief) , ডা এজাজ, শিরীন সুলতানা প্রমুখ। Action ধর্মী এই ছবিটি বাংলা ছবিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলতেই হবে। বলতে দ্বিধা নেই বেশ কিছু মারাত্নক ত্রুটি বিচ্যুতি রছেছে ছবিটিতে; বিশেষত দৃশ্য বা sequence গুলো link করার ক্ষেত্রে professionalism এর ব্যাপক ঘাতটি ছিল। নায়কের সংলাপ এবং ভাষাগত সমস্যাও প্রকট। কিন্তু তারপরও এই প্রচেষ্ঠা কে সাধুবাদ জানাতেই হচ্ছে।
সম্প্রতি শালীন এবং রুচিসম্মত বেশ কিছু ছবি নির্মিত হচ্ছে। যেমন মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইত্যাদি। কিন্তু দেখা যায় সবই ঘুরেফিরে প্রেম নির্ভর। এক্ষেত্রে the Search নি:সন্দেহে ব্যতিক্রম এবং দর্শকদের ভিন্ন স্বাদ দিতে সক্ষম।ইতিমধ্যেই বইটি টপচার্টের এক নম্বর স্থান করে নিয়েছে এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।