Friday, January 8, 2010
Nowshin : RJ is now a busy TV presenter
নওশীনের ক্যারিয়ারের উত্থানটা বেশ চমকপ্রদ। অনেকটা শখের বসেই রেডিওতে RJ হয়েছিলেন। অপূর্ব ও ব্যতিক্রমধর্মী কন্ঠের জন্য শ্রোতারা খুব অল্প সময়ের মধ্যেই নওশীনকে আপন করে নেয়। এরপর প্রস্তাব আসে RTV তে 'জেগে আছো কি?' অনুষ্ঠান উপস্থাপনা করার। ব্যাস আর পেছনে ফিরে তাকাতে হয়নি। Nowshin এর মতে অনুষ্ঠানটি তার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট। এটা তাকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। সেই সাথে যে সব রেডিও শ্রোতা শুধুই নওশীনের কন্ঠের যাদুতে মুগ্ধ ছিল, তারা এবার সশরীরে টিভিতে নওশীনকে উপস্থাপনায় পেয়ে ধন্য হলো। ফল যা হওয়ার তাই হয়েছে। নওশিন এখন তারুন্যের ক্রেজ। ইতিমধ্যেই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে নওশিন অভিনয় করেছেন। যার মধ্যে আছে ঈদের নাটক, প্রাণের বিজ্ঞাপন ইত্যাদি। নওশীনের সামনে এখন রেডিওর মাক্রোফোন ছাড়াও বিস্তর কাজ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment