নাবিলা করিম, বর্তমান প্রজম্নের একজন প্রতিশ্রুতিশীল মডেল। নাবিলার (২১) মডেলিং ক্যারিয়ার শুরু ২০০৬ সালে প্রখ্যাত ভারতীয় ক্ষৌরকার জাভেদের 'সানসিল্ক স্টাইল ইট আপ' ক্যাম্পেইনের মাধ্যমে। শুরুতেই এই তরুনী সবার নজর কারতে সক্ষম হয়। ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে সানসিল্ক ৯টু৯ হেয়ার প্রডাক্টের টিভি বিজ্ঞাপনে ইউনিলিভার নাবিলাকে বাছাই করে। টিভি বিজ্ঞাপন ছাড়াও নাবিলা প্রিন্ট মিডিয়ায় প্রচুর কাজ করেছেন; যেমন আরং, ইগলু, গ্রামীনফোন ইত্যাদি।
No comments:
Post a Comment