Sunday, May 17, 2009

Nowrin Hasan Khan Jenny

তাহসানের সাথে ওই এ্যাড টি দেখেছেন? অথবা পন্ডস্ এর এ্যাডটি? তাহলে নিশ্বয়ই ওই মেয়েটির কথাও মনে আছে? হ্যা, মেয়েটি হচ্ছে নওরিন হাসান খান জেনি। সময়ের অন্যতম সেরা মুখ। Jenny কে নিয়েই আজকে আমাদের আয়োজন। অত্যন্ত সম্ভাবনাময় এই মডেলটি খুবই দ্রুতই দর্শকের মন মাতাতে সক্ষম হয়েছেন তার প্রথম বিজ্বাপনে চমৎকার এক্সপ্রেশন ও নিস্পাপ মুখশ্রীর জন্য। আর সাথে তো তাহসান ছিলই। তাহসানের বিপরীতে এ্যাড করেও জেনী পাদপ্রদীপের তলায় এসেছেন এটা অবশ্যই তার একটি বড় কৃতিত্ব। কারণ সাধারণত দেখা যায়্, নামি স্টারের সাথে কোন অখ্যাত মডেল কাজ করলে তার ভূমিকা অনুজ্জ্বলই থেকে যায়, তা সে যত ভাল কাজই করুক না কেন। তবে জেনীর ক্ষেত্রে তা হয়নি।
জেনীর জন্মদিন হচ্ছে ১৩ই এপ্রিল, অর্থাৎ গত মাসে ছিল। আমরা SkyDeepBlue এর সকল পাঠক ও শুভানধ্যায়ী জেনীকে তার জন্মদিন ও সুন্দর কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
No comments: