Friday, April 8, 2011

Naming History of Bay of Bengal




পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর বা Bay of Bengal. এটা আমাদের জন্য সত্যই খুব গর্বের। একমাত্র ইংরেজি Bay of Bengal এর মধ্য দিয়েই এখনো Bengal নামটি দিকে আছে, যা আমাদের সেই অবিভক্ত বাংলা তথা অভিবক্ত ভারতের সেই গৌরবোজ্জ্বল যুগের কথাই স্বরণ করিয়ে দেয়। কিন্তু প্রচীনকালে কি ছিল এই সাগরের নাম? ইন্টারনেটে বেশ কিচ্ছুক্ষণ ঘাটাঘাটি করেও তেমন কিছু বের করতে পারলাম না। তবে একটি সাইটে কিছু তথ্য পাওয়া গেল। জনৈক লেখকের তথ্যমতে, ১০ম শতকে এই সাগরকে বলা হতো 'চোলা হ্রদ' (Chola Lake)। এছাড়া প্রাচীণ গ্রন্থাবলীতে 'পূর্ব সাগর' এবং 'পশ্চিম সাগর' দু'টি নাম উল্লেখ পাওয়া যায়। এক্ষেত্রে 'পূর্ব সাগর' অবশ্যই বঙ্গোপসাগর এবং 'পশ্চিম সাগর' হচ্ছে বর্তমান 'আরব সাগর'।

পাঠক, উল্লেখিত তথ্য 'counter checked' নয়। তাই ভুল হয়ে থাকলে জানাবেন।

No comments: