Shilpa Shethy will Celebrate her birthday in London
আর দুদিন পর ৮ ই জুন Shilpa Shethy এর জন্মদিন। কিন্তু এই সময় ভক্তদের দু:খের সাগরে ভাসিয়ে শিল্পা পাড়ি জমিয়েছেন সূদূর লন্ডনে। আর পাড়ি না জমিয়ে করবেনই বা কি? সেখানে যে তার হবু স্বামী রাজকুন্দ্র রয়েছে। তাই রাজের সাথে জন্মদিনটা পালন করতে শিল্পা এখন লন্ডনে। এদিকে শিল্পা বেশ ক্লান্তও। টানা দেড়মাস ICL এর জন্য দক্ষিণ আফ্রিকা কাটিয়ে এখন তার সত্যই বিশ্রামের প্রয়োজন। তবে শিল্পা জানিয়েছেন দ্রুতই জন্মদিন পালন করে তিনি মুম্বাই ফিরে আসবেন।
No comments:
Post a Comment