Tuesday, June 9, 2009

G.M. Names Former AT&T Chief as Chairman



গত মঙ্গলবার General Motors তার নতুন চেয়ারম্যান হিসেবে AT&T এর প্রাক্তন CEO, Edward E. Whitacre Jr. এর নাম ঘোষনা করেছে। এটা এমন একসময় ঘোষণা করা হলো যখন, GM একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। General Motors এর বোর্ড অব ডিরেক্টরসেও বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়েছে। কমপক্ষে ৪জন নতুন ডিরেক্টর স্থলাভিষিক্ত হচ্ছেন এবং আরও ৬জনও প্রক্রিয়াধীন আছেন। খুব সম্ভবত, ঋণখেলাপী মামলা কোর্টে ওঠার পূর্বেই সমস্ত পরিবর্তন সম্পন্ন হবে।

General Motors এর এই পরিবর্তন খুবই প্রত্যাশিত ছিল, কারণ ওবামা প্রশাসনের পক্ষ থেকে গত মার্চে জেনারেল মটরসের তদানিন্তন চেয়ারম্যান ও প্রধান নিবার্হী Rick Wagoner কে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। নতুন চেয়ারম্যান হিসেবে Mr. Whitacre এর নিয়োগ প্রেসিডেন্ট ওবামার নীতিরই প্রতিফলন, কারণ ব্যাংকের দেনা পরিশোধের পর GM এর সম্পূর্ন হোল্ডিং এর ৬০% কেন্দ্রীয় সরকারের হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে ফেডারেল সরকারের কাছে আস্থাভাজন প্রধান নির্বাহী খুবই প্রয়োজন।

No comments: