সদ্য মুক্তি পেয়েছে বাংলা ছবি খোজ - the Search. ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অনন্ত (মেজর মাহমুদ), বর্ষা, সোহেল রানা (BSS Chief) , ডা এজাজ, শিরীন সুলতানা প্রমুখ। Action ধর্মী এই ছবিটি বাংলা ছবিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলতেই হবে। বলতে দ্বিধা নেই বেশ কিছু মারাত্নক ত্রুটি বিচ্যুতি রছেছে ছবিটিতে; বিশেষত দৃশ্য বা sequence গুলো link করার ক্ষেত্রে professionalism এর ব্যাপক ঘাতটি ছিল। নায়কের সংলাপ এবং ভাষাগত সমস্যাও প্রকট। কিন্তু তারপরও এই প্রচেষ্ঠা কে সাধুবাদ জানাতেই হচ্ছে।
সম্প্রতি শালীন এবং রুচিসম্মত বেশ কিছু ছবি নির্মিত হচ্ছে। যেমন মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইত্যাদি। কিন্তু দেখা যায় সবই ঘুরেফিরে প্রেম নির্ভর। এক্ষেত্রে the Search নি:সন্দেহে ব্যতিক্রম এবং দর্শকদের ভিন্ন স্বাদ দিতে সক্ষম।ইতিমধ্যেই বইটি টপচার্টের এক নম্বর স্থান করে নিয়েছে এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
No comments:
Post a Comment