'Beginning in early fall 2011, the Graduate Records Examination (GRE) will undergo the biggest change in its 60-year history. The Educational Testing Service, the organization responsible for the GRE, has announced changes to the exam’s scoring scale, content, length and navigation. The changes are meant to increase test security and help graduate schools better evaluate candidates.'
source : QS TopGradSchool
যুক্তরাস্ট্রে গ্র্যাজুয়েট/পোস্টগ্র্যাজুয়েট পড়াশুনার জন্য GRE এর কোন বিকল্প নেই। প্রতিটি স্টুডেন্টেরই লক্ষ্য থাকে যুক্তরাস্ট্রে পড়াশুনার; সেখানকার কোন র্ভাসিটি থেকে ডিগ্রি নেয়ার। এক্ষেত্রে GRE আপনাকে অনেক সহায়তা করবে। GRE পরীক্ষা দিতে চাইলে কমপক্ষে ০৬ মাস আগে থেকে প্রিপারেশন নেয়া আবশ্যক। এক্ষেত্রে কোচিং আবশ্যক নয়, বরং আপনি ঘরে বসেও প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি GRE পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হন, তবে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন এবং মনে মনে লক্ষ্য রাখুন আগামী অক্টোবর / নভেম্বর এ পরীক্ষায় বসার জন্য।
এখন থেকে এই ব্লগে নিয়মিত ভাবে GRE টিউটোরিয়াল এবং যুক্তরাস্ট্রে পড়াশুনার ব্যাপারে হালহকিয়ত প্রকাশিত হবে। সবসময় চোখ রাখুন।
No comments:
Post a Comment