![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibBSoDJUBkvK-To6RvOgSek2F6-p8ODQaDjB65N4TwqNPNqoyBMjApAuH5N_OMo0AErx1xEPrX2hvNRniYKT7WTvMacSYdnQyI_xDh0CLHNlw2cesoMS2ALE77x3D066ewyVPK6GGBp1G9/s200/20081126-cyclone6b-thumb.jpg)
ঘূর্ণিঝড় লায়লার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। এর ফলে সারাদেশেই ঝড় থেকে মৃদু বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদগণের মতে এই অবস্থা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকগণকে প্রয়োজনীয় প্রস্তুতি (যেমন ছাতা, Raincoat) নিয়ে বাইরে যাবার পরামর্শ দেয়া হয়েছে।
No comments:
Post a Comment