Tuesday, September 7, 2010

Shomi Kaiser presenting 'Uttaradhiker' in Eid





ঈদে শমী কায়সারকে অভিনয়ে দেখা না গেলেও উপস্থাপনার মাধ্যমে নিজেকে মেলে ধরছেন ঠিকই। আমাদের দেশের সংস্কৃতি জগতে শমী কায়সার বরাবরই একজন উজ্জ্বল নক্ষত্র। ইদানিং অবশ্য পর্দায় উপস্থিতি খুব কমিয়ে দিয়েছেন। বরং কাজ কর্ম সবই পর্দার অন্তরালে। অর্থা‍ৎ প্রোডাকশনের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়।
এই ঈদে শমী কায়সার উপস্থাপনা করেছেন 'উত্তরাধিকার' নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে অংশ নিয়েছেন গানের জগতের কৃতি তারকার এবং তাদের সন্তানেরা।

No comments: