অবশেষে শবনূর আবার সাকিব খানের সাথে অভিনয় করবেন। গত বছর দুজনের এক ব্যক্তিগত ঝামেলার জের ধরে শবনূর ঘোষণা করেছিলেন, তিনি আর সাকিব খানের সাথে ছবি করবেন না। আর যদি করতেই হয় তবে সাকিবের সমান পারিশ্রমিক দিতে হবে।
অবশ্য বর্তমানে যে ছবির জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন, তাতে শবনূর সাকিবের চেয়ে অনেক কম নিচ্ছেন। উল্লেখ্য, শবনূর অভিযোগ করেছিলেন, সাকিব খান তার সাথে অসামাজিক আচরণ করেছেন। তবে কি অসামাজিক আচরণ তা আর ব্যাখ্যা করেননি।
চলচিত্র প্রযোজন ও পরিচালক সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 

No comments:
Post a Comment