Friday, January 15, 2010

Biography of Farhana Nisho : #1 News Presenter in Bangladesh




Farhana Nisho বর্তমান সময়ে তারুণ্যের ক্রেজ
ফারহানা নিশো এখন শুধু একজন সংবাদ পাঠিকাই নন, একই সাথে অভিনেত্রী, মডেল তথা মিডিয়া ব্যক্তিত্ব তবে সবকিছু ছাড়িয়ে নিশোর ভালবাসার স্থানে রয়েছে সংবাদ পাঠ সংবাদ উপস্থাপনাকেই ফারহানা নিশো মনে করেন তার আত্বীক খাবার আর এটার শুরু কিন্তু খুব ছোট বেলা থেকেই নিশোর পিতা ছিলেন একজন নিয়মিত সংবাদ শ্রোতা তখনতো আর এত চ্যানেল ছিলনা, শুধু ছিল বিটিভি যাহোক নিশোর আব্বা শুধু চিন্তা করতেন তার মেয়েও একদিন এরূপ সংবাদ পাঠিকা হবে তখন একজন পাঠিকা নাম ছিল ফারহানা তার নামেই নিশোর নামকরণ করা হয় ফারহানা নিশো ছোট বেলা থেকেই বাবার স্বপ্ন বুকে লালন করতেন নিশো যাহোক ১৯৯০ সালে চতুর্থ শ্রেনীতে পড়ার সময় টাঙ্গাইল থেকে ঢাকায় চলে আসেন নিশোর ফ্যামিলি ভর্তি হন আইডিয়াল স্কুলে পড়াশুনার পাশাপাশি সংস্কৃতিক চর্চাও করতে থাকেন তবে নিশো সবসময়ই পড়াশুনা কে প্রাধান্য দিয়েছেল ২০০৫ সালে বুয়েট থেকে আরবান ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে নর্থ সাউথ খেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি লাভ করেন ২০০৮ সালে তবে তার সংবাদ উপস্থাপনা শুরু হয় ২০০২ সালে এনটিভিতে নিশো বলেন, তার অনুভুতির কথা সেদিন বাবা হাফ বেলা ছুটি নিয়ে বাসায় এসেছিলেন মেয়ের সংবাদ উপস্থাপনা দেখার জন্য সার্থক হয়েছিল তার আজন্ম লালিত স্বপ্ন
সংবাদ উপস্থাপনাকে বহুমাত্রি মনে করেন নিশো
আর খেয়াল রাখতে হয়ে অনেক দিকে একটি ঘটনা সে প্রসঙ্গে বললেন, ২১ শে আগস্টের গ্রেনেড হামলার কথা সেদিন নিশো পড়েছিলেন কালো শাড়ি সাথে লাল পাড় তো এক দর্শক অভিযোগ করলো কেন এই শোকের দিনে শুধু কালো ড্রেস পড়া হলো না এমনি অনেক খুটিনাটি বিষয় খেয়াল রাখতে হয় তবে নিশো খুশি যে তাকে কোন নেতিবাচক পরিস্থিতির সম্মুখিন হতে হয়নি ২০০৬ সালে চ্যানেল ওয়ানে যোগদানের পর থেকে এখনও সেখানেই আছেন অনেক দর্শকই পাওয়া যাবে যারা শুধু ফারহানা নিশো-কে দেখার জন্যই চ্যানেল টিউন করেন

1 comment:

Anonymous said...

She is really a very nice girl. she is the only girl in media who is not after money but does some qualitative programs. she has no bad habit. we all can see the goodness in her eyes. May Allah bless her.