Saturday, August 29, 2009

Bidaai : Tale of a Family

যারা Star Plus দেখেন, তারা অবশ্যই বিদাই সিরিয়াল দেখে বা শুনে থাকবেন। Bidaai হচ্ছে বর্তমানে স্টার প্লাসের সবচেয়ে জনপ্রিয় A রেটিং সিরিয়াল, যা তারা প্রচার করে ভারতীয় সময় ৯:০০ টায়, তাদের সুপার প্রাইম টাইমে।

Bidaai এর কাহিনী আবর্তীত মূলত দুই বোন Sadhna এবং Ragini কে নিয়ে। এর মধ্যে সাধনা হচ্ছে সুন্দরী এবং রাগীনি হচ্ছে তুলনামুলক ভাবে কম আকর্ষণীয় এবং কালো। ঘটনা চক্রে দু'বোনেরই বিয়ে হয়েছে আগ্রার সবচেয়ে ধনী পরিবারে। বিদায় সিরিয়ালে সাধনা এবং রাগীনির পাশাপাশি তাদের স্বামীদ্বয় যথাক্রমে আলেক এবং রণবীরের ও উল্লেখযোগ্য চরিত্র। আলেক হচ্ছে মানসিক প্রতিবন্ধী যে কি না ৫ বছরের শিশুর মতো আচরণ করে। তার এই মানসিক বৈকল্যের সূচনা ৫ বছর বয়সে দাদার হত্যা দৃশ্য সরাসরি দেখার পর।

া হোক বিভিন্ন ঘটনা প্রবাহে বিদায় বর্তমানে বেশ জমজমাট। বিদায় স্টার প্লাসে প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

No comments: