PDFEscape এ আপনি চাইলে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবেন বা বিদ্যমান ডকুমেন্ট এডিট করতে পারবেন। এর এডিটরটি বেশ শক্তিশালী, যা দিয়ে আপনি আপনার চাহিদার প্রায় সবকিছুই করতে পারবেন। এটি একটি ফ্রি ওয়েব সাইট এবং আপনি চাইলে Registration না করেও ব্যবহার করতে পারেন। তবে Registration করলে ফাইল সেভ করার সুযোগ পাবেন। তবে শর্ত থাকে যে, সেভ করা ডকুমেন্ট ১৪ দিন পর্যন্ত কোনরকম ব্যবহার না করলে automatic মুছে যাবে। সুতরাং এডিট বা Filling শেষ হলে ডকুমেন্টটি কম্পিউটারে সেভ করে রাখুন।
PDFEscape এর মতো আরো অনেক website আছে যারা PDF document edit করার সুযোগ দেয়। নির্দিষ্ট ভাবে এটা নিয়ে আলোচনা করা উদ্দেশ্য হলো, আমি নিজে এটি ব্যবহার করেছি, তাই এর কার্যকারিতা সম্পর্কে জানি। এবং অনুভব করেছি, সবার এটা জানা প্রয়োজন।
No comments:
Post a Comment