সম্প্রতি MLM (মাল্টি লেভেল মার্কেটিং) ব্যবসার বেশ প্রসার ঘটেছে। ডেসটিনি, ইউনিপে প্রভৃতি নামের কোম্পানি অলীক লাভের কথা বলে ইতিমধ্যেই প্রচুর ডিপোজিট সাধারণ মানুষের কাছ হতে সংগ্রহ করেছে। যদি এখনো বিনিয়োগ না করে থাকেন, তবে এদের সম্পর্কে এখনই সাবধান হউন। অলীক লাভের ফাদে পা দেবেন না।
No comments:
Post a Comment