দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছেন বিবি আয়েশা।।
সবার নিশ্বয়ই টাইম ম্যাগাজিনের সেই বিভৎস নাক, কান কাটা তরুনীর প্রচ্ছদ মনে আছে? যে মেয়েটি কিনা নাক, কান কাটা অবস্থায় কোন রকম শ্বশুররাড়ি থেকে পালিয়ে এসেছিল। আজ একবছর পর সেই মেয়েটিকেই হয়তো আপনি আবিস্কার করবেন নিউইয়র্কের পাতাল রেলে ঠিক আপনারই পাশে। কি ভাবে সম্ভব? দীর্ঘ আট মাস চিকিৎসার পর চিকিৎসকরা আয়েশার কৃত্রিম কান ও নাক জুড়ে দিতে পেরেছেন। ফলে আর দশটি স্বাভাবিক মেয়ের মতোই সে এখন চলাচল করেতে পারছে। আয়েশা এখন একটি গয়নার দোকানে পুথি লাগানো কাজ করছে। প্রতিদিন তাকে পাতাল রেলে যাতায়াত করতে হয়। জিন্সের প্যান্ট পরে আয়েশা যখন নিউইয়র্কের রাস্তায় যাতায়াত করেন, তখন তার সত্যই মনে হয়, তিনি আস্তে আস্তে দুঃস্বপ্ন কাটিয়ে উঠছেন।
No comments:
Post a Comment