Saturday, December 31, 2011
Indrani Halder Exclusive Photos: from 'Madriada Grand' Party
Earn from your relevant experience through oDesk
কিভাবে শুরু করবেন?
oDesk এ job apply করতে হলে, সর্বপ্রথম তাদের মেম্বার হতে হবে। এই membership free. (তবে আপনি যা আয় করবেন তার ১০% oDesk সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখবে। ) Member হবার জন্য নিম্মলিখিত লিঙ্কে ক্লিক করুন:
২) oDesk এর মূল পাতা ওপেন হবে। এরপর Create an Account button এ click করে পরবর্তী পাতায় প্রবেশ করুন।
৩) যেহেতু আপনি কাজ খুজছেন, তাই 2nd option Freelance Contractor এ click করে পরের পাতায় যান এবং যথা নিয়মে registration করুন (সাধারন অন্যান্য ইন্টারনেটের ফরম পূরনের মতোই)।
রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকলে 'Find Job' এ দেখতে পাবে বিভিন্ন category তে job গুলো segregate করা আছে। আপনার পছন্দসই বিষয়ে এবার Job এর জন্য apply করতে পারেন।
(চলবে)
(Job application successful করার tips গুলো পরবর্তী কিস্তিতে)
Thursday, December 22, 2011
Sadia Jahan Prova get married again with Shanto: Congratulations New Couple
Sunday, December 4, 2011
New Album of Farhana Nisho
PDFEscape: Solution To Edit PDF Documents Online
Saturday, December 3, 2011
Be a freelancer via oDesk
কিন্তু যদি এমন কোন ব্যবস্থা থাকে, যার মাধ্যমে আপনি আপনার অর্জিত দক্ষতা ব্যবহারের মাধ্যমে উপার্জন করতে পারবেন, তবে কেমন হয়? ধরুন, আপনি একজন Graphics designer অথবা database administrator বা website designer. অথবা ধরুন আপনি একজন স্রেফ Accountant, অথবা Administrative job করেন। মজার ব্যাপার হচ্ছে, ইচ্ছা করলে Accountant অথবা Administrative job এর experience নিয়েও আপনি উপার্জন করতে পারেন। এই সুযোগ টি করে দিয়েছে oDesk.
এই লেখাটি পড়ে আপনি যদি আগ্রহী হন, তবে এই লিঙ্কে click করুন oDesk এ প্রবেশের জন্য:
Friday, June 3, 2011
Sunday, May 29, 2011
Tuesday, April 19, 2011
Increase Sex Power: With Natural Way
১) যৌনাকাঙ্খা,
২) Penis এ পর্যাপ্ত পরিমান blood circulation,
এখন যদি, আপনি অতিরিক্ত ওজনদার হন, অথবা আপনার রক্তে cholesterol বেশি থাকে, তবে penis এ রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে response হয় low. ফলে বুঝতেই পারছেন, আপনার করনিয় হচ্ছে:
১) ওজন নিয়ন্ত্রণে রাখা,
২) cholesterol নিয়ন্ত্রণে রাখা,
৩) শরীর ফিট রাখা,
৪) শরীর-মন উত্থফুল্ল রাখা।
একটি খুব simple, কিন্তু অত্যন্ত দরকারী কথা মনে রাখবেন:
আপনি কি খাচ্ছেন? প্রথমেই চিন্তা করুন, আপনার daily diet কি? Diet থেকে অতিরিক্ত তেল-চর্বি বাদ দিন। আমাদের রক্তে দুই ধরনের কোলেস্টরল আছে, একটি ভাল, অপরটি ক্ষতিকর। সাধারণত প্রানীজ উৎস থেকে প্রাপ্ত cholesterol শরীরের জন্য ক্ষতিকরর। মাছ, বাদাম, অলিভ অয়েল থেকে প্রাপ্ত cholesterol শরীরের জন্য ভাল, এবং এটি ক্ষতিকর cholesterol দূর করতে সাহায্য করে। ফলে, অধিক পরিমানে মাছ (বিশেয়ত, তৈল-সমৃদ্ধ মাছ যথা, ইলিশ, ম্যাকারেল ইত্যাদি), বাদাম, অলিভ অয়েল, সবুজ শাকশবজি খান। এইসব খাবার থেকে আপনি আরও পাবের Omega-3 fatty acid, যা আপনার blood circulation বৃদ্ধিতে সাহায্য করবে। এর বাইরেও আরও কিছু ভেষজ গ্রহন করতে পারেন, যা আপনার রক্ত পরিস্কার রাখবে, এবং মন সতেজ করবে, যেমন, আদা (ginger), Ginseng ইত্যাদি।
Exercises:
প্রকৃতপক্ষে এর কোন বিকল্প নেই। Exercises আপনাকে করতেই হবে, আপনার ওজন ঠিক রাখা এবং blood circulation বৃদ্ধির জন্য। এছাড়াও এটা আপনারে শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, exercises এর সময় আমাদের শরীর সাধারণত প্রথম ২০ মিনিট যে energy burn করে, তা প্রত্যহিক খাবার থেকে আসে। ২০ মিনিটের পর, শরীর তার চর্বির স্টক থেকে energy নেয়া শুরু করে। তাই, অবশ্যই আপনাকে ২০ মিনিটের বেশি ব্যায়াম করতে হবে।
সর্বোপরি, সর্বদা মন প্রফুল্ল রাখবে, এবং মনে সাহস রাখবেন। অবশ্যই sex partner কে যৌন দৃষ্টিতে দেখবেন। মনে দু:চিন্তা রাখবেন না। এটা sex এর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আশা করি, এই টিপস গুলো follow করলে ভাল ফল পাবেন।
Sunday, April 10, 2011
Noami Campbell, Story of a Super Model
Naomi Campbell, British supermodel, who was the first black cover model of French Vogue Paris and European Edition of Times. Naomi is going to celebrate her 25 years journey next year in fashion industry. Started career in 1980s, Noami becomes cover-girl of more than 500 fashion magazine.
Early Life
Noami was born in Streatham, London, England on Th May, 1970. Her mother Valerie Campbell, was a ballet dancer of Afro-Jamaican descent. Noami never met with her biological father, since he left her and her mother at the age of 2 months and when Valerie was only 18 years age.
Career
Noami first appear in cover of Elle, at the age of 15, as a substitute of another model. In August 1988, she appeared Vague Paris as the first Black cover girl, that mentioned earlier. Till than she is spending busy schedule with modeling, cat-walking and other fashion related businesses.
The high times of her career was 1990s, when she was counted as one of the top super models along with Cindy Crawford, Claudia Schaeffer and Kate Moss.
Charity
Noami Campbell has been involved with a number of charity works. Since 1997, she has been serving for the betterment of Sub-Saharan Africa. She also worked with Nelson Mandela.
Personal Life
Since never met with her biological father, Noami expresses regard to Quincy Jones and Chris Blackwell as adopted father and Nelson Mandela as adopted grandfather. Campbell was never married, until summer 2008, when a report said that, she married a Russian real-estate business man and therefore accepted Orthodox faith.