Saturday, December 31, 2011

Indrani Halder Exclusive Photos: from 'Madriada Grand' Party

Indrani Halder is playing a vital character in Star Plus daily episode 'Mariada'. The following pictures were taken from a grand party with the co-artists of Maridata.








































































Earn from your relevant experience through oDesk

Graphics design, website development, programming জানা থাকলে internet এ outsourcing এর কাজ পাওয়া যায়। বিষয়টি বেশ পুরনো। কিন্তু যদি আপনার এই জ্ঞানগুলো না থাকে? ধরুন আপনি বানিজ্য বা মানবিক বিষয়ে পড়াশুনা করেছেন। তাহলে কি outsourcing এর দুয়ার আপনার জন্য বন্ধ? উত্তর হচ্ছে 'মোটেও না'। আপনি চাইলে অনায়াসেই আপনার subject এর উপরই freelancing job করতে পারেন। আর এই সুযোগটি নিয়ে এসেছে oDesk. ওডেস্কে Accounting/Bookkeeping, Project Management, Statistics, Virtual Assistant প্রভৃতি বিষয়ে প্রচুর job offer রয়েছে। সুতরাং যে যে বিষয়ে দক্ষ, সে সেই বিষয়ে কাজ করতে পারে।
কিভাবে শুরু করবেন?
oDesk এ job apply করতে হলে, সর্বপ্রথম তাদের মেম্বার হতে হবে। এই membership free. (তবে আপনি যা আয় করবেন তার ১০% oDesk সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখবে। ) Member হবার জন্য নিম্মলিখিত লিঙ্কে ক্লিক করুন:


Hire me on oDesk


২) oDesk এর মূল পাতা ওপেন হবে। এরপর Create an Account button এ click করে পরবর্তী পাতায় প্রবেশ করুন।
৩) যেহেতু আপনি কাজ খুজছেন, তাই 2nd option Freelance Contractor এ click করে পরের পাতায় যান এবং যথা নিয়মে registration করুন (সাধারন অন্যান্য ইন্টারনেটের ফরম পূরনের মতোই)।
রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকলে 'Find Job' এ দেখতে পাবে বিভিন্ন category তে job গুলো segregate করা আছে। আপনার পছন্দসই বিষয়ে এবার Job এর জন্য apply করতে পারেন।
(চলবে)
(Job application successful করার tips গুলো পরবর্তী কিস্তিতে)


Thursday, December 22, 2011

Sadia Jahan Prova get married again with Shanto: Congratulations New Couple



বিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা। গত ১৯ শে ডিসেম্বর আদাবরে বাবার বাসায় প্রভা ও মাহমুদ শান্তর বিবাহ সুসম্পন্ন হয়। মাহমুদ শান্ত একটি কর্পোরেট হাউজে কর্মরত আছেন। জানা যায়, বিয়েতে শুধুমাত্র প্রভা ও শান্তর ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গোপন ভিডিওচিত্র ফাস হওয়ার জের ধরে ইতিপূর্বে প্রভার সাথে অপূর্বর ছড়াছাড়ি হয়ে যায়। যৌন কেলেঙ্কারীর পর প্রভা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন।












ব্লগের পক্ষ থেকে প্রভা ও শান্তকে অভিন্ন্দন ও শুভেচ্ছ। সেই সাথে আমরা প্রার্থনা করি, যেন তাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয়।

Sunday, December 4, 2011

New Album of Farhana Nisho

SkyDeepBlue blog site ইতিমধ্যে web-এ Farhana Nisho এর সর্ববৃহৎ ফটো কালেকশন এ্যালবামে তে পরিনত হয়েছে। সেই ধারবাহিকতায় আরও কিছু নতুন ফটো সংযুক্ত করা হলো।



















































































































































































PDFEscape: Solution To Edit PDF Documents Online

ধরুন, হঠাৎ করে খুব জরুরী একটি ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়লো যেটা নাকি PDF format এ করা। আপনারা জানেন PDF format এ করা form গুলো সাধারণ Acrobat Reader দিয়ে fill up করা যায় কিন্তু Save করা যায় না।ফলাফল শুণ্য। এক্ষেত্রে কি করবেন? নিরুপায় হয়ে Adobe Acrobat সিডি খুজবেন অথবা trial version download এর চেষ্ঠা করবেন? সেখানেও সমস্যা। Download size প্রায় 450 MB এর উপর। দয়া করে হাল ছেড়ে দিবেন না। আপনাকে সাহায্য করার জন্য বেশ কিছু website আছে যারা online এ আপনাকে PDF documents edit করার সুযোগ দিবে। এমন একটি website হচ্ছে: PDFEscape. এর web address হচ্ছে:


PDFEscape এ আপনি চাইলে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবেন বা বিদ্যমান ডকুমেন্ট এডিট করতে পারবেন। এর এডিটরটি বেশ শক্তিশালী, যা দিয়ে আপনি আপনার চাহিদার প্রায় সবকিছুই করতে পারবেন। এটি একটি ফ্রি ওয়েব সাইট এবং আপনি চাইলে Registration না করেও ব্যবহার করতে পারেন। তবে Registration করলে ফাইল সেভ করার সুযোগ পাবেন। তবে শর্ত থাকে যে, সেভ করা ডকুমেন্ট ১৪ দিন পর্যন্ত কোনরকম ব্যবহার না করলে automatic মুছে যাবে। সুতরাং এডিট বা Filling শেষ হলে ডকুমেন্টটি কম্পিউটারে সেভ করে রাখুন।

PDFEscape এর মতো আরো অনেক website আছে যারা PDF document edit করার সুযোগ দেয়। নির্দিষ্ট ভাবে এটা নিয়ে আলোচনা করা উদ্দেশ্য হলো, আমি নিজে এটি ব্যবহার করেছি, তাই এর কার্যকারিতা সম্পর্কে জানি। এবং অনুভব করেছি, সবার এটা জানা প্রয়োজন।





Saturday, December 3, 2011

Be a freelancer via oDesk

বর্তমানে ইন্টারনেটে কাজের মাধ্যমে আয় ধারণাটি বেশ জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে কাজটি করবেন। অনেকেই সার্ভে, Paid to Click, Google Adsense, Review, Referral, Marketing ইত্যাদির পেছনে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে কিছুদিনের মধ্যেই ক্ষ্যান্ত দেন, হতাশ হয়ে পড়েন। আর মনে মনে ভাবেন, দুর...সব বোগাস!
কিন্তু যদি এমন কোন ব্যবস্থা থাকে, যার মাধ্যমে আপনি আপনার অর্জিত দক্ষতা ব্যবহারের মাধ্যমে উপার্জন করতে পারবেন, তবে কেমন হয়? ধরুন, আপনি একজন Graphics designer অথবা database administrator বা website designer. অথবা ধরুন আপনি একজন স্রেফ Accountant, অথবা Administrative job করেন। মজার ব্যাপার হচ্ছে, ইচ্ছা করলে Accountant অথবা Administrative job এর experience নিয়েও আপনি উপার্জন করতে পারেন। এই সুযোগ টি করে দিয়েছে oDesk.


oDesk হচ্ছে একটি outsourcing/freelancing site যেখানে পৃথিবীর সর্বপ্রান্তের employer রা কাজের বিজ্ঞাপন দেন। এখানে কাজের ১০টির অধিক ক্যাটাগরি এবং ততোধিক sub-category আছে। যেখানে প্রচলিত Web page design, database administration, graphics design বিষয়গুলি ছাড়াও আছে Accountant/Bookkeeper অথবা Statistician, Financial analyst, Virtual Assistant হবার সুযোগ। তার মানে প্রত্যেকেই এখানে তার কাজের দক্ষতা প্রমানর সুযোগ গ্রহন করতে পারে।
এই লেখাটি পড়ে আপনি যদি আগ্রহী হন, তবে এই লিঙ্কে click করুন oDesk এ প্রবেশের জন্য:
The On Demand Global Workforce - oDesk

একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে Registration করুন। oDesk এ বিভিন্ন ক্যাটাগরিতে কাজের সুযোগ ছাড়াও পেমেন্ট বাংলাদেশে আনাও বেশ সহজ।

আপাতত আজ এই পর্যন্তই রইল। আগামীতে আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। ওইদিন পর্যন্ত ধর্য্য ধরুন আথবা মেইল করুন: rubel7808@gmail.com এ।




ভাল থাকুন।

Friday, June 3, 2011

Beautiful Popi : সৌন্দর্যের প্রতিমূর্তি





















চিত্র নায়িকা পপি ৯০ এর দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা। কুলি ছবির মাধ্যমে চলচিত্রে প্রবেশ এবং পরবর্তিতে ব্যাপক দর্শক প্রিয়তা। যদিও পপি এখন কাজ কমিয়ে দিয়েছেন, কিন্তু দর্শকদের হূদয়ে পপি স্থায়ী আসন দখল করে আছেন। পপির কিছু এক্সক্লুসিভ ছবি SDB পাঠকদের জন্য দেয়া হলো।


















Sunday, May 29, 2011

New Photo Album of Farhana Nisho















































































































জনপ্রিয় সংবাদ পাঠিকা এবং মডেল ফারহানা নিশো তরুণ সমাজে খুবই জনপ্রিয়। শুধুমাত্র নিশোকে দেখার জন্য অনেকে সংবাদ দেখেন। ফারহানা নিশোর কিছু নতুন ছবি Skydeepblue তে প্রকাশ করা হলো।










































Tuesday, April 19, 2011

Increase Sex Power: With Natural Way






যৌন সক্ষমতা বাড়ান: প্রাকৃতিক উপায়ে। আমাদের দেশ, তথা সাড়া পৃথিবীতেই দেখা যায়, যৌন সক্ষমতা বাড়ানোর জন্য পুরুষেরা ঔষধের মুখাপেক্ষি হন। অনেকেই ডাক্তারকে অনুরোধ করেন sex বাড়ানোর পিল দেয়ার জন্য। কেউবা নিজেই Pharmacy থেকে ঔষধ ক্রয় করেন। কিন্তু আপনি ভেবেছেন কি, এই ঔষধের জের আপনি কতদিন টানবেন? সারা জীবণ? শুধু ঔষধের ওপর নির্ভরশীল sexual life কতটুকু আপনার এবং আপনার partner এর জন্য স্বস্তিকর? প্রকৃতপক্ষে, আপনি যদি কোন জটিল অসুখে না ভুগে থাকেন, অথবা, অন্য কোন যৌন-বিষয়ক সমস্যা না থাকে, তবে শুধুমাত্র কিছু খাদ্যাভাস পরিবর্তন এবং সেই সাথে exercise, তথা পরিমিত জীবণযাপনই পারে আপনার sex level কাঙ্খিত মাত্রায় নিয়ে যেতে। আপনি যদি মনে করেন, খাদ্যাভাস এবং exercise এর সাথে sex এর কি সম্পর্ক, তাহলে বলি, ছেলেদের penis উত্থানের পিছনে দুটি বিষয় কাজ করে;

১) যৌনাকাঙ্খা,



২) Penis এ পর্যাপ্ত পরিমান blood circulation,



এখন যদি, আপনি অতিরিক্ত ওজনদার হন, অথবা আপনার রক্তে cholesterol বেশি থাকে, তবে penis এ রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে response হয় low. ফলে বুঝতেই পারছেন, আপনার করনিয় হচ্ছে:



১) ওজন নিয়ন্ত্রণে রাখা,



২) cholesterol নিয়ন্ত্রণে রাখা,



৩) শরীর ফিট রাখা,



৪) শরীর-মন উত্থফুল্ল রাখা।



একটি খুব simple, কিন্তু অত্যন্ত দরকারী কথা মনে রাখবেন:



যা, আপনার হার্টের জন্য ভাল, তা আপনার পুরুষাঙ্গের জন্যও ভাল।


(What is good for your Heart, is good for your penis)



খাদ্যাভাস

আপনি কি খাচ্ছেন? প্রথমেই চিন্তা করুন, আপনার daily diet কি? Diet থেকে অতিরিক্ত তেল-চর্বি বাদ দিন। আমাদের রক্তে দুই ধরনের কোলেস্টরল আছে, একটি ভাল, অপরটি ক্ষতিকর। সাধারণত প্রানীজ উৎস থেকে প্রাপ্ত cholesterol শরীরের জন্য ক্ষতিকরর। মাছ, বাদাম, অলিভ অয়েল থেকে প্রাপ্ত cholesterol শরীরের জন্য ভাল, এবং এটি ক্ষতিকর cholesterol দূর করতে সাহায্য করে। ফলে, অধিক পরিমানে মাছ (বিশেয়ত, তৈল-সমৃদ্ধ মাছ যথা, ইলিশ, ম্যাকারেল ইত্যাদি), বাদাম, অলিভ অয়েল, সবুজ শাকশবজি খান। এইসব খাবার থেকে আপনি আরও পাবের Omega-3 fatty acid, যা আপনার blood circulation বৃদ্ধিতে সাহায্য করবে। এর বাইরেও আরও কিছু ভেষজ গ্রহন করতে পারেন, যা আপনার রক্ত পরিস্কার রাখবে, এবং মন সতেজ করবে, যেমন, আদা (ginger), Ginseng ইত্যাদি।



Exercises:



প্রকৃতপক্ষে এর কোন বিকল্প নেই। Exercises আপনাকে করতেই হবে, আপনার ওজন ঠিক রাখা এবং blood circulation বৃদ্ধির জন্য। এছাড়াও এটা আপনারে শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, exercises এর সময় আমাদের শরীর সাধারণত প্রথম ২০ মিনিট যে energy burn করে, তা প্রত্যহিক খাবার থেকে আসে। ২০ মিনিটের পর, শরীর তার চর্বির স্টক থেকে energy নেয়া শুরু করে। তাই, অবশ্যই আপনাকে ২০ মিনিটের বেশি ব্যায়াম করতে হবে।





সর্বোপরি, সর্বদা মন প্রফুল্ল রাখবে, এবং মনে সাহস রাখবেন। অবশ্যই sex partner কে যৌন দৃষ্টিতে দেখবেন। মনে দু:চিন্তা রাখবেন না। এটা sex এর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আশা করি, এই টিপস গুলো follow করলে ভাল ফল পাবেন।

Sunday, April 10, 2011

Noami Campbell, Story of a Super Model














Naomi Campbell, British supermodel, who was the first black cover model of French Vogue Paris and European Edition of Times. Naomi is going to celebrate her 25 years journey next year in fashion industry. Started career in 1980s, Noami becomes cover-girl of more than 500 fashion magazine.


Early Life


Noami was born in Streatham, London, England on Th May, 1970. Her mother Valerie Campbell, was a ballet dancer of Afro-Jamaican descent. Noami never met with her biological father, since he left her and her mother at the age of 2 months and when Valerie was only 18 years age.


Career


Noami first appear in cover of Elle, at the age of 15, as a substitute of another model. In August 1988, she appeared Vague Paris as the first Black cover girl, that mentioned earlier. Till than she is spending busy schedule with modeling, cat-walking and other fashion related businesses.


The high times of her career was 1990s, when she was counted as one of the top super models along with Cindy Crawford, Claudia Schaeffer and Kate Moss.


Charity


Noami Campbell has been involved with a number of charity works. Since 1997, she has been serving for the betterment of Sub-Saharan Africa. She also worked with Nelson Mandela.


Personal Life


Since never met with her biological father, Noami expresses regard to Quincy Jones and Chris Blackwell as adopted father and Nelson Mandela as adopted grandfather. Campbell was never married, until summer 2008, when a report said that, she married a Russian real-estate business man and therefore accepted Orthodox faith.