নোমান রবিন পরিচালিত চলচিত্র কমন জেন্ডারের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মার্কিন নাগরিক বাঙালি বংশোদ্ভুত সিন্ডি রোলিং। Common Gender ছবিটি নির্মিত হচ্ছে সমাজের শিখন্ডি বা হিজরাদের জীবনযাত্রা নিয়ে। এখানে সিন্ডি একটি যাত্রা দলে নাচনেওয়ালি চরিত্রে অভিনয় করবেন
। মাত্র ৬ বছর বয়সে বাবা মায়ের সাথে আমেরিকা পারি জমান সিন্ডি। ঢাকা দোহারের মেয়ে সিন্ডি জানান, অনেক দিন থেকেই বাংলাদেশী চলচিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল
। এর মাধ্যমে তা পূরণ হলো।
No comments:
Post a Comment