সম্প্রতি বঙ্গবন্ধু কনভেনশন হলে হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯ এর জমকালো অনুস্ঠান। তারকা সমৃদ্ধ এই অনুষ্ঠানে আগত কিছু তারকার ছবি পাঠকদের জন্য উপস্থাপিত হলো।
Saturday, April 24, 2010
Sunday, April 18, 2010
Europe's sky darken by the eruption of Iceland's volcano
আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতে সমগ্র উত্তর ইউরোপের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। অগ্ন্যুপাতের সাথে উৎগিরন হওয়া কাচ ও রাসায়নিকের কারণে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে সমগ্র ইউরোপেই এক স্থবির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমান চলাচল বন্ধের কারণে পোল্যান্ডের প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রয়েছে।
আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুতপাত হচ্ছে তার নাম হচ্ছে Eyjafjallajökull. এটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় ১০০ বর্গ কিমি জুড়ে অবস্থিত। উচ্চতা হচ্ছে ১,৬৬৬ মিটার (৫,৪৬৬ ফুট)। বিজ্ঞানীরা ২০০৯ সাল থেকেই ধারণা করছিলেন যে Eyjafjallajökull অগ্ন্যুতপাত ঘটাতে পারে। কারণ তখন থেকেই আগ্নেয়গিরি ও তৎসংলগ্ন প্রায় ১০ কিমি অঞ্চলে স্বল্পমাত্রার ভূমিকম্প অনূভূত হচ্ছিল, যা কিনা অগ্ন্যুৎপাতের একটি অন্যতম প্রধান পূর্বাভাস। সর্বশেষ গত ৩-৫ মার্চের মধ্যে প্রায় ৩,০০০ ভূমিকম্পের রেকর্ড করা হয়, যা কিনা নিশ্চিত করে অগ্ন্যুৎপাত সময়ের ব্যাপার মাত্র। অবশেষে ২০শে মার্চ প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। সাময়িক বন্ধে পর গত ১৪ই এপ্রিল অগ্ন্যুৎপাত আরও ভয়াবহ আকারে শুরু হয় একটি হিমবাহের মধ্যবর্তী অংশে; ফলে প্রচুর স্টিম এবং পানি নির্গত হচ্ছে।
Saturday, April 17, 2010
'কমন জেন্ডার' ছবিতে অভিনয় করছেন Cindy Rolling
নোমান রবিন পরিচালিত চলচিত্র কমন জেন্ডারের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মার্কিন নাগরিক বাঙালি বংশোদ্ভুত সিন্ডি রোলিং। Common Gender ছবিটি নির্মিত হচ্ছে সমাজের শিখন্ডি বা হিজরাদের জীবনযাত্রা নিয়ে। এখানে সিন্ডি একটি যাত্রা দলে নাচনেওয়ালি চরিত্রে অভিনয় করবেন। মাত্র ৬ বছর বয়সে বাবা মায়ের সাথে আমেরিকা পারি জমান সিন্ডি। ঢাকা দোহারের মেয়ে সিন্ডি জানান, অনেক দিন থেকেই বাংলাদেশী চলচিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল। এর মাধ্যমে তা পূরণ হলো।
Subscribe to:
Posts (Atom)