এভাবেই এগিয়েছে ভবের মানুষের কাহিনী। নাটকটিতে রোকেয়া প্রাচী চরিত্র সোহাগী নামে। নাটকটি সম্পর্কে প্রাচীর অনেক সুখের স্বৃতি রয়েছে। ছবির সুটিং হয়েছিল ঘোর বর্ষার মধ্যে। প্রায়ই এর জন্য সুটিং এ ব্যাঘাত ঘটত; কোন দিন হয়তো সারাদিনে শট ওকে হতো মাত্র একটি। তাই সময়গুলোতে আড্ডা হতো জমিয়ে। নির্মান শৈশ্পিতে অনন্য নাটকটি সবার ভাল লাগতে এটাই প্রতাশ্যা প্রাচীর।
No comments:
Post a Comment