Wednesday, December 30, 2009
Nabila Karim : Emarging Model of Bangladesh
নাবিলা করিম, বর্তমান প্রজম্নের একজন প্রতিশ্রুতিশীল মডেল। নাবিলার (২১) মডেলিং ক্যারিয়ার শুরু ২০০৬ সালে প্রখ্যাত ভারতীয় ক্ষৌরকার জাভেদের 'সানসিল্ক স্টাইল ইট আপ' ক্যাম্পেইনের মাধ্যমে। শুরুতেই এই তরুনী সবার নজর কারতে সক্ষম হয়। ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে সানসিল্ক ৯টু৯ হেয়ার প্রডাক্টের টিভি বিজ্ঞাপনে ইউনিলিভার নাবিলাকে বাছাই করে। টিভি বিজ্ঞাপন ছাড়াও নাবিলা প্রিন্ট মিডিয়ায় প্রচুর কাজ করেছেন; যেমন আরং, ইগলু, গ্রামীনফোন ইত্যাদি।
Saturday, December 19, 2009
Rokeya Prachi : In a new serial
আজ রাত ৯:০০ টায় চ্যানেল ওয়ানে প্রচারিত হবে রোকেয়া প্রাচী অভিনীত নতুন ধারাবাহিক 'ভবের মানুষ'। নাটকের কাহিনী গ্রাম বাংলার এক বন্ধ্যা মা কে নিয়ে, যে কিনা কোন সন্তানের মুখ দেখেনি। তাই বড় বোন মারা যাবার পর বোনের ছেলেকে নিয়ে আসে। ছেলের মত মানুষ করতে চায়। কিন্তু বাধ সাথে স্বামী। সে কিছুতেই ছেলেটিকে আপন করে নিতে পারে না।
এভাবেই এগিয়েছে ভবের মানুষের কাহিনী। নাটকটিতে রোকেয়া প্রাচী চরিত্র সোহাগী নামে। নাটকটি সম্পর্কে প্রাচীর অনেক সুখের স্বৃতি রয়েছে। ছবির সুটিং হয়েছিল ঘোর বর্ষার মধ্যে। প্রায়ই এর জন্য সুটিং এ ব্যাঘাত ঘটত; কোন দিন হয়তো সারাদিনে শট ওকে হতো মাত্র একটি। তাই সময়গুলোতে আড্ডা হতো জমিয়ে। নির্মান শৈশ্পিতে অনন্য নাটকটি সবার ভাল লাগতে এটাই প্রতাশ্যা প্রাচীর।
Subscribe to:
Posts (Atom)