Saturday, November 21, 2009

Uttoradhikar : First Realty Show in Bangladesh




নকিয়া প্রয়োজিত বাংলাদেশের প্রথম রিয়েলটি শো 'অভি উত্তরাধিকার' চ্যানেল আই এর পর্দায় বেশ জমে উঠেছে। গল্পের ভিত্তি ধরা হয়েছে একটি শতাব্দী প্রাচীন জমিদারী এবং এর এস্টেটকে। গল্পটি এমন এক অত্যন্ত জনপ্রীয় জমিদার কোন উত্তরাধীকার ছাড়াই ইহধাম ত্যাগ করেন। তার এই বিশাল জমিদারী রক্ষার জন্য একজন উত্তরাধীকার প্রয়োজন।
এই রিয়েলটি শো-তে অংশ নিয়েছেন দেশের অত্যন্ত জনপ্রিয় কিছু সেলেব্রিটি যেমন, হলোরা গহর, জয়, মডেল ইমি, তুষার খান, ব্যান্ড দল ব্ল্যাকের জন প্রমূখ।

No comments: