Saturday, August 29, 2009

Bidaai : Tale of a Family

যারা Star Plus দেখেন, তারা অবশ্যই বিদাই সিরিয়াল দেখে বা শুনে থাকবেন। Bidaai হচ্ছে বর্তমানে স্টার প্লাসের সবচেয়ে জনপ্রিয় A রেটিং সিরিয়াল, যা তারা প্রচার করে ভারতীয় সময় ৯:০০ টায়, তাদের সুপার প্রাইম টাইমে।

Bidaai এর কাহিনী আবর্তীত মূলত দুই বোন Sadhna এবং Ragini কে নিয়ে। এর মধ্যে সাধনা হচ্ছে সুন্দরী এবং রাগীনি হচ্ছে তুলনামুলক ভাবে কম আকর্ষণীয় এবং কালো। ঘটনা চক্রে দু'বোনেরই বিয়ে হয়েছে আগ্রার সবচেয়ে ধনী পরিবারে। বিদায় সিরিয়ালে সাধনা এবং রাগীনির পাশাপাশি তাদের স্বামীদ্বয় যথাক্রমে আলেক এবং রণবীরের ও উল্লেখযোগ্য চরিত্র। আলেক হচ্ছে মানসিক প্রতিবন্ধী যে কি না ৫ বছরের শিশুর মতো আচরণ করে। তার এই মানসিক বৈকল্যের সূচনা ৫ বছর বয়সে দাদার হত্যা দৃশ্য সরাসরি দেখার পর।

া হোক বিভিন্ন ঘটনা প্রবাহে বিদায় বর্তমানে বেশ জমজমাট। বিদায় স্টার প্লাসে প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

Indrani Halder : Beauty of West Bengal

Indrani is a Bengali actress. She started her career as a child artist in one of the television series called Tero Parban.

BASICS
Indrani, also known as Mamoni, was born in Kolkata on January 6th 1971. Her father is Sanjoy Haldar. She finished her schooling from the Multipurpose Girl’s School and graduated from Jogomaya Devi College. She is trained in classical dance from Thankumoni Kutti. She was engaged to her costar in Dahan, Sanjeeb Dasgupta, but later married a pilot.

CAREER
Indrani's first film in the lead role was Sujit Guhas Mandira. In 1993 for Kancher Prithibi and 1995 for Charachar she received the Best Actress award from BFJA. Rituparna Sengupta and she received the National Award in 1998 for their performance in Dahan. Her performance in the TV series called Kuasha Jakhan won her the Patton Kalakar Award.

She has acted in many television serials like Fakir (1998), Kuasha Jakhan( 1997), Sange Indrani, Bahanno Episode, Tamasharekha, Ma Shakti and many more. In Satarupa Sanyal's first directorial effort aclled Anu, she played the challenging role of a young girl who is gang raped.

She has also anchored TV shows, has taken up directing and has set up her own production house.