Saturday, June 13, 2009

Pows Masher Piriti: New film from Nargis Akter






নার্গিস আক্তারের নতুন চলচিত্র 'পৌষ মাসের পিরিত' মুক্তি পেয়েছে। চলচিত্রটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শবনূর। আর কন্ঠ দিয়েছেন মমতাজ, সাবিনা ইয়াসমিন প্রমুখ। একটি ভালবাসার প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মত ছবিটি দেখতে দর্শকরা হলমুখী হবেন বলে নার্গিস আক্তার আশা করছেন।


Tuesday, June 9, 2009

G.M. Names Former AT&T Chief as Chairman



গত মঙ্গলবার General Motors তার নতুন চেয়ারম্যান হিসেবে AT&T এর প্রাক্তন CEO, Edward E. Whitacre Jr. এর নাম ঘোষনা করেছে। এটা এমন একসময় ঘোষণা করা হলো যখন, GM একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। General Motors এর বোর্ড অব ডিরেক্টরসেও বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়েছে। কমপক্ষে ৪জন নতুন ডিরেক্টর স্থলাভিষিক্ত হচ্ছেন এবং আরও ৬জনও প্রক্রিয়াধীন আছেন। খুব সম্ভবত, ঋণখেলাপী মামলা কোর্টে ওঠার পূর্বেই সমস্ত পরিবর্তন সম্পন্ন হবে।

General Motors এর এই পরিবর্তন খুবই প্রত্যাশিত ছিল, কারণ ওবামা প্রশাসনের পক্ষ থেকে গত মার্চে জেনারেল মটরসের তদানিন্তন চেয়ারম্যান ও প্রধান নিবার্হী Rick Wagoner কে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। নতুন চেয়ারম্যান হিসেবে Mr. Whitacre এর নিয়োগ প্রেসিডেন্ট ওবামার নীতিরই প্রতিফলন, কারণ ব্যাংকের দেনা পরিশোধের পর GM এর সম্পূর্ন হোল্ডিং এর ৬০% কেন্দ্রীয় সরকারের হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে ফেডারেল সরকারের কাছে আস্থাভাজন প্রধান নির্বাহী খুবই প্রয়োজন।

Brokerage House of Shahjalal Islami Bank Ltd opend at Gulshan


Second unit of brokerage house of Shahjalal Islami Bank Ltd (SJIBL) open on 3rd June at Gulshan. Bank director Md. Hasan formally inaugurated the unit as chief guest. Among others, the than Chairman Mr. Akkas Uddin Mollah, managing director Mr. Md. Ali, other directors, officials, clients and well-wishers were present at the ceremony.

This is the second unit of brokerage house that is formally called 'Capital Market Services Division' or CMSD. The first one is serving in motijheel. The bank has also planed to open more brokerage houses at College Gate, Panthapath, Mitford, Savar and some other places.

SJIBL is doing excellent in banking. It is one of the top banks rated by Bangladesh Bank.

Monday, June 8, 2009

Chadni : চাঁদনীর ইচ্চা পূরণ


প্রতিটি মেয়েরই ইচ্ছা থাকে মনের মতো স্বামী পাবার। Chadni র কি ইচ্ছা ছিল? বছরখানেক আগে একটি ইন্টারভিউতে চাঁদনী কি বলেছিল শোনা যাক।
চাঁদনী বলেছিল, বর হিসেবে তিনি একটি ভাল ছেলে চান, যে নাকি হবে ভাল মানুষ। তাকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী হতে হবে কারণ বিদেশে যাওয়া তার একদম পছন্দ নয়। অবশ্যই হতে হবে ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এবং সেই সাথে হতে হবে মিশুক এবং সন্দেহপ্রবণমুক্ত। আর হ্যাঁ, বরটি খুব বেশি ফর্সা হলে হবে না, কারণ চাঁদনীর ফর্সা ছেলে পছন্দ নয়। আর বরের থাকতে হবে একটি রিকসা, কারণ চাঁদনী রিকসায় চরতে খুব খুব পছন্দ করেন।

তো সত্যিকার অর্থেই চাঁদনীর ইচ্ছা পূরণ হয়েছে বলা যায়। কিছুদিন পূর্বেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রথিয়যশা সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে। চাঁদনীর সমস্ত চাহিদাই বাপ্পা পূরণ করেছেন, শুধুমাত্র একটি ছাড়া; আর সেটি হলো বাপ্পার কোন রিকসা নেই। অবশ্য এর বিনিময়ে বাপ্পা একটি চমৎকার গাড়ি উপহার দিয়েছেন।
বাপ্প আর চাঁদনী দুজনেরই সমান ব্যস্ত। শুধুমাত্র রাত ছাড়া তাদের এক হওয়া দুষ্কর। তারপরও এই তারকা দম্পতি সুখেই দিন কাটাচ্ছেন।

Sunday, June 7, 2009

Shilpa Shethy will Celebrate her birthday in London





আর দুদিন পর ৮ ই জুন Shilpa Shethy এর জন্মদিন। কিন্তু এই সময় ভক্তদের দু:খের সাগরে ভাসিয়ে শিল্পা পাড়ি জমিয়েছেন সূদূর লন্ডনে। আর পাড়ি না জমিয়ে করবেনই বা কি? সেখানে যে তার হবু স্বামী রাজকুন্দ্র রয়েছে। তাই রাজের সাথে জন্মদিনটা পালন করতে শিল্পা এখন লন্ডনে। এদিকে শিল্পা বেশ ক্লান্তও। টানা দেড়মাস ICL এর জন্য দক্ষিণ আফ্রিকা কাটিয়ে এখন তার সত্যই বিশ্রামের প্রয়োজন। তবে শিল্পা জানিয়েছেন দ্রুতই জন্মদিন পালন করে তিনি মুম্বাই ফিরে আসবেন।

Saturday, June 6, 2009

Prema : The Super Heroin



NTV প্রযোজিত
SuperHiroSuperHiroen এ Super Heroin Prema এখন চূড়ান্ত পর্বে। সব প্রতিযোগীই যোগ্য, কিন্তু তারপরও প্রতিয়মান হয় প্রেমাই হচ্ছে সবচেয়ে যোগ্য প্রার্থী। প্রেমার স্টাইল, এক্সপ্রেশান, ফিগার প্রভৃতি সবই সুপার হিরোইন হওয়ার জন্য যথেষ্ট। চোখ রাখুন NTV এর পর্দায় শুক্রবার ও রবিবার বাংলাদেশ সময় রাত ৯:২৫ আর উপভোগ করুন প্রেমার performence. আর প্রেমাকে ভোট করুন ' prema -> 6969 'এ.

অর্থাৎ মোবাইলের Message option এ prema লিখে 6969 নাম্বারে সেন্ড করুন।

আর প্রবাসী দর্শকরা ভোট করবেন http://www.superherosuperheroine.com/index1.html এই ঠিকানায়, ভোটিং অপশনের মাধ্যমে।
।।তবে প্রেমাকে ভোটটি দিতে ভুলবেন না। ।

Thursday, June 4, 2009

Badhon : লাক্স সুন্দরী বাঁধন









পরীক্ষা যেন কিছুতেই শেষ হচ্ছে না নায়িকা Badhon এর। ফলে নাটকের কাজে হাত দিতে পারছেন না। তবে সুখের কথা, পরীক্ষা শেষ হচ্ছে এই মাসেই। ফলে চুটিয়ে নাটক করতে আর কোন বাধা থাকবে না। বাঁধন মোটেও কোন সহজ বিষয়ে পড়াশুনা করছেন না, রীতিমত কঠিন সাবজেক্ট 'ডেন্টাল'। পরীক্ষায় পাশ করলেই বাঁধন হয়ে যাবেন ডেন্টিস্ট। সম্ভাব্য পরীক্ষা পাশের আনন্দের সাথে সাথে বাঁধন কিছুটা বিরক্ত এত এত পড়াশুনা করতে। অন্যতম এই লাক্স সুন্দরী শত ব্যস্ততার মাঝেও একটি বিউটি সোপের মডেল হয়েছেন। এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, "শত ব্যস্ততার মাঝেও আমি ক্যারিয়ারের দ্বিতীয়বারের মত একটি বড় কাজ করলাম। বিজ্ঞাপনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। " এদিকে বাঁধন অভিনীত প্রথম ছবি নিঝুম অরণ্যের কাজও শেষ।