Friday, May 29, 2009

Anila Naz Chowdhury











এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা অনিলা নাজ চৌধুরী। ইতিমধ্যেই বেশকিছু মিক্সড এ্যালবাম বের হয়েছে, এবং তরুণ প্রজম্মের মধ্যে ভাল জনপ্রিয়তা অর্জন করেছে। আসুন আজ অনিলা নাজ চৌধুরীর সংক্ষিপ্ত বায়োগ্রাফি জানা যাক।

Anila Naz Chowdhry, ২৩ শে নভেম্বর ঢাকায় জন্মগ্রহন করেন। ভিকারুন্নেসা স্কুল ও কলেজ থেকে যথাক্রমে SSC এবং HSC পাশ করার পর উচ্চ শিক্ষার্থে যুক্তরাট্রে গমণ করেন এবং সেখান থেকে কম্পিউটার সাইন্সের উপর MA ডিগ্রি লাভ করেন। আমেরিকায় থাকা অবস্থায়, অনিলা মাইক্রসফট করপোরেশনে সফটও্যার টেস্টিং ইঞ্ঝিনিয়ার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৮ বছর যুক্তরাস্ট্রে বসবাসের পর অনিলা দেশে ফিরে North South Unversity তে Lecturer হিসেবে কর্মরত আছেন।

Kushum Sikder











আশ্বর্চজনক হলেও সত্যি, Kushum Sikder মিডিয়ায় প্রথম আত্নপ্রকাশ করেন মডেল হিসেনে নয়, বরং একজন গায়িকা হিসেবে। পত্রিকায় ইন্টারভিউ এর জন্য কুসুমের তোলা ছবি দেখে তার বন্ধুবান্ধবরা খুবই আকৃষ্ট হন এবং কুসুমকে উৎসাহিতকরেন সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য। এর পরের ইতিহাস তো আমরা জানিই। কুসুম সিকদার 'লাক্স ফটোজেনিক ২০০২' পুরস্কার অর্জন করেন ২০০২ সালে। কুসুমের সংক্ষিপ্ত বায়োগ্রাফি নিচে দেওয়া হলো।


* Full Name : KUSHUM SHIKDER

* Nick name : Kushum

* Height : 5' 3"

* Weight : 47 Kg

* Date of birth : 12 April

* Zodiac sign : Aries

* First modeling : Siemens

* Awards received :
# Best Female Model of the year' 07,
# LUX Channel I Performance Award - Most talked about actress of the year' 05,
# DCRU er Best Female Model of the year' 07,
# Lux Anandadhara Miss Photogenic Bangladesh 2002,
# Shanko Telifilm Best Fashion Model 2002,
# THE ASSOCIATE BOARD OF THE ROYAL SCHOOLS OF MUSIC Distinction-1996.

* Strength : My sense of beauty and intelligence

* Believe : Hard work

* Marital Status : Married

* Ideal person : Mother

* Happiness Is : What I like to have and what I love

* Scared of : Something which I don't deserve and know

* Romance is : Romance is an infatuation, it is basically a fascination for someone!

* Hobbies : Modeling ,Adda!

* Ambitions : To be a great singer and a beloved person

* Future plans : If possible, I would like to work for the women empowerment

* Happiest moment of your life : The moment when I got miss photogenic award

* List your favorites :
# Food - Noodles & Pizza
# Book - God of small things
# Color - Black & white

* Brands - LANCOME, CLARINS

* perfume - YOOP, KENZO, LANCOME, GIVENCHY

* Magazine - Readers Digest

* Movie - Pother Pachali & Roman Holiday

* Movie star - Kate Winslet

* Songs - You fill up my senses, Frozen

* On what occasions do you lie : Only when I need

* Dream : My dream is my music

Wednesday, May 27, 2009

Sadia Jahan Prova : মিষ্টি মেয়ে










মেরিলের সেই এ্যাডটির কথা তো নিশ্চই মনে আছে? একটি মিষ্টি মেয়ে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পানিতে গোসল করছে। আসলে এ্যাডটি সকলের মনেই দাগ কেটেছিল। আরো নিশ্চই মনে আছে, সেই এ্যাডটি, যেখানে এক মধ্যবয়স্ক পুরুষ, এক তরুণীকে বলছে, "আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে?"। আর মেয়েটি বলছে, "আগে চেনা মানুষও চিনতো না, আর এখন অচেনারাও চেনে"। হ্যাঁ, প্রিয় পাঠক, আপনি হয়তো ধরতে পেরেছেন, মেয়েটি হচ্ছে আমাদের সবার প্রিয়, সাদিয়া জাহান প্রভাSadia Jahan Prova এর মিডিয়ায় আসা হঠাৎ করেই। অর্থাৎ তেমন কোন পারিকল্পনা ছিল না এই মিষ্টি মেয়েটির। বরং, পড়শোনা আর নাচের প্রতিই সমস্ত মনযোগ ছিল। কিন্তু তার পরও মিডিয়ায় আসা হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, প্রভাকে দর্শকদের মাঝে গ্রহনযোগ্যতা পেতে অপেক্ষা করতে হয়নি। খুব কম শিল্পীই এই সৌভাগ্য অর্জন করেছেন।
বর্তমানে প্রভা বিজ্ঞাপন ছাড়াও নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আছে পড়াশুনা। এসব কিছু্র সাথে তাল মিলিয়ে প্রভা ছুটে চলেছেন দুর্বার গতি
তে।

Sunday, May 24, 2009

Farhana Shabnam Nisho joined Meril Prothom Alo Award 2008

Farhana Nisho joined 'Meril Prothom-Alo Award 2008' last year. Some exclusive sanps have been published below for our dear readers .



Saturday, May 23, 2009

Anita Ishraque - Upcoming Star in Bengali Music






ইদানিং ভাল বাংলা গানের খরা চলছে বলা যায়। বাংলা সিনেমা যেমন ৪/৫ জন নায়ক নায়িকা নির্ভর, তেমনি আমাদের সংগীত জগতও শুধুমাত্র কয়েকজন শিল্পীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রচুর জানা-অজানা এ্যালবাম বের হচ্ছে, কিন্তু সত্যিকার ভালকিছু বের হচেছ না। তবে আশার কথা হচ্ছে এত কিছুর ভীরেও দু-এক জন শিল্পী কিন্তু ঠিকই দর্শকের মন জয় করছেন। তাদেরই একজন হচ্ছেন অনিতা ইসরাক Anita Ishraque এর জন্ম ঢাকাতেই ১৯৭৯ সালের ১৪ই আগস্ট। ছোট বয়স থেকেই অনিতার সংগীতের দিকে ঝোক। তবে সংগীতের পাশাপাশি তিনি একজন সুরকার ও সংগীত রচয়িতা। ব্যক্তিগত জীবনে মেডিক্যাল গ্র্যাজুয়েট (বর্তমানে পোস্ট-গ্র্যাজুয়েশন করছেন) তার অবসর সময় কাটান গান শুনে, বই পড়ে, মুভি দেখে অথবা ঘুরে বেড়াতে, ছবি তুলতে আর রান্না করতে।
অনিতার প্রথম এ্যালবাম প্রকাশিত হয়েছে, "চন্দ্রালোক", যাতে মোট ১১টি চমৎকার গান রয়েছে। গান গুলো হচ্ছে:
01. NEON NIBHE GECHE
Lyrics : Shobuj
Tune & Music : Anita
02. CHOLE GECHO
Lyrics & Tune : Anita & Shobuj
Music : Foad Nasser
03. RAATRY JAGA
Lyrics & Tune : Shobuj
Music : Anita
04. CHANDRALOKE
Lyrics & Tune : Shobuj & Anita
Music : Anita
05. AKASH (UNPLUGGED)
Lyrics & Tune : Anita
Music : Foad Nasser
06. PROTIDDHONI
Lyrics, Tune & Music : Anita
07. EKHON SHOMOY
Lyrics, Tune & Music : Anita
08. BAHUDIN POR
Lyrics : Khaleda Adib Chowdhury
Tune : Zia Ul Hassan
Music : Foad Nasser
09. PHERARI OTEET
Lyrics : Ahmed Yusuf Saber
Tune : Zia Ul Hassan
Music : Foad Nasser
10. AKASH
Lyrics, Tune & Music : Anita
11. SHOSTEE ... (INSTRUMENTAL)
Raaga : Bhairavi
Kheyal : Kaisi Yea Bhalai Re
Composition & Arrangement : Anita

স্মার্ট তরুণী, অনিতা ব্যক্তিগত ওয়েবসাইটও মেইনটেইন করেন। ঠিকানা হচ্ছে, www.anita-bd.com. এই এ্যাড্রেসে শিল্পীর ভিডিও দেখতে পারবেন। নির্দিধায় বলা যায়, অনিতার ভবিষ্যত সামনে খুবই উজ্জ্বল।
আমাদের সংগীত জগত এই তরুণ শিল্পীর কাছে অনেক কিছু আশা করে।

Thursday, May 21, 2009

Srabosti Datta Tinni

শ্রাবস্তী দ্ত্ত তিন্নি (Srabosti Datta Tinni) এসময়ের অন্যতম জনপ্রিয় মডেল কাম অভিনেত্রী তার শোবিজ ক্যারিয়ার শুরু করেন লাক্স সুপারস্টার প্রোগ্রামের মধ্য দিয়ে অতঃপর ২০০৪ সালে Miss Bangladesh নির্বাচিত হন। তবে তিন্নির ক্যারিয়ারে ব্রেকথ্রু আসে মুস্তফা সরোয়ার ফারুকির '৬৯' নাটকে অভিনয় করার মাধ্যমে। এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি। একে একে ৩২টি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন ২০০৬ এ। তিন্নির উল্লেখযোগ্য নাটক গুলো হচ্ছে, Outdoor, কাল সকালে, চঞ্চল চৌধুরীর 'কি হয় কি হয়' (with Nisho, Apurbo, Hillol, Susmita), আফসানা মিমির ডলস্ হাউস, ইত্যাদি। এছাড়াও তিন্নি প্রায় সব খ্যাতিমান অভিনেতার সাথেই অভিনয় করেছেন; এদের মধ্যে, Abul Hayat, Suborna Mostafa, Afsana Mimi, ফারহানা নিশো, তৌকির প্রায় সবাই আছেন।
Tinni, ২০০৬ সালে মডেল কাম অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন। এর আগে হিল্লোলের সাথে বেশকিছু নাটক ও প্রোগ্রামে অংশ নেন। সেই থেকেই পরিচয় এবং অতপর প্রেম- বিবাহ। এই সুপারস্টার মডেলের জম্মদিন হচ্ছে ১৭ই মে ১৯৮৩।

Sunday, May 17, 2009

Nowrin Hasan Khan Jenny

তাহসানের সাথে ওই এ্যাড টি দেখেছেন? অথবা পন্ডস্ এর এ্যাডটি? তাহলে নিশ্বয়ই ওই মেয়েটির কথাও মনে আছে? হ্যা, মেয়েটি হচ্ছে নওরিন হাসান খান জেনি। সময়ের অন্যতম সেরা মুখ। Jenny কে নিয়েই আজকে আমাদের আয়োজন। অত্যন্ত সম্ভাবনাময় এই মডেলটি খুবই দ্রুতই দর্শকের মন মাতাতে সক্ষম হয়েছেন তার প্রথম বিজ্বাপনে চমৎকার এক্সপ্রেশন ও নিস্পাপ মুখশ্রীর জন্য। আর সাথে তো তাহসান ছিলই। তাহসানের বিপরীতে এ্যাড করেও জেনী পাদপ্রদীপের তলায় এসেছেন এটা অবশ্যই তার একটি বড় কৃতিত্ব। কারণ সাধারণত দেখা যায়্, নামি স্টারের সাথে কোন অখ্যাত মডেল কাজ করলে তার ভূমিকা অনুজ্জ্বলই থেকে যায়, তা সে যত ভাল কাজই করুক না কেন। তবে জেনীর ক্ষেত্রে তা হয়নি।
জেনীর জন্মদিন হচ্ছে ১৩ই এপ্রিল, অর্থাৎ গত মাসে ছিল। আমরা SkyDeepBlue এর সকল পাঠক ও শুভানধ্যায়ী জেনীকে তার জন্মদিন ও সুন্দর কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।




















Wednesday, May 13, 2009

Facebook

আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তবে খুব সম্ভবত Facebook ও ব্যবহার করেছেন। আর যদি করে নাও থাকেন তবে অন্তত ধারণা আছে এটি সম্পর্কে। ফেসবুক হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় social networking website বা সামাজিক যোগাযোগ রক্ষাকারী ওয়েবসাইট। মানে হচ্ছে এর মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব, আত্নীয় স্বজন অথবা নিতান্তই অপরিচিত মানুষের সাথে ছবি, কমেন্টস, অথবা এজাতীয় কন্টেটস গুলো আদানপ্রদান করতে পারবেন।
Facebook এর জন্ম ২০০৪ সালে Mark Zuckerberg এর হাতে, Harvard University এর কম্পিউটার সাইন্সের ছাত্র থাকা অবস্থায় তার আরো দুই রুমমেটের সাথে। শুরুতে এটা শুধুমাত্র Harvard student দের জন্যই সংরক্ষিত ছিল। কিন্তু আস্তে আস্তে এর পরিধি বাড়ানো হয় Boston শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে; যেমন Stanford University.

Facebook প্রথম প্রফেশনাল ভাবে যাত্রা শুরু করে ২০০৪ সালে, যখন online payment প্রতিষ্ঠান Paypal এর cofounder Peter Theil ৫,০০,০০০ ডলার বিনিয়োগ করেন। আর্থিকভাবে লাভজনক মনে হওয়ায় এরপর বহু প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করে, যার মধ্যে আছে বিশ্বখ্যাত সফটওয়ার কোম্পানি Microsoft. Microsoft ২০০৭ সালে ফেসবুকের ১.৬% শেয়ার ক্রয় করে।
শুরুর পর থেকেই Facebook ক্রমাগত ভাবে নতুন নতুন সার্ভিস নিয়ে আসছে। শুরুতে এটি নিতান্তুই সাদামাটা হলেও বর্তমানে এর সাথে বহুবিধ আকর্ষনীয় applicaiton যুক্ত হয়েছে, যেমন চ্যাটিং।
তবে কিছুই বিতর্কের উর্ধ্বে নয়। Facebook কেও ক্রমাগত বিভিন্ন সমালোচনার সম্মুখিত হতে হচেছ। একটি বড় সমালোচনা হচেছ এতে লোকজন ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাছ্ছে। অনেক প্রতিষ্ঠানেই এমনকি বিভিন্ন দেশ যেমন Syria, Iran এ Facebook নিষিদ্ধ। Facebook কে সামলাতে হচেছ কপিরাইট সংক্রান্ত সমস্যাও।
কিন্তু এরপরও বাস্তবতা হচ্ছে Facebook এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। একসময়ের একনম্বরে থাকা social networking website MySpace কে পিছনে ফেলে Facebook এখন এক নম্বরে। আপনিও ব্যবহার করে দেখতে পারেন।